Logo
Logo
×

অর্থনীতি

শেয়ার বাজারে লেনদেন হাজার কোটি টাকা ছাড়াল

Icon

স্টাফ রিপোর্টার :

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ০৮:৩৩ পিএম

শেয়ার বাজারে লেনদেন হাজার কোটি টাকা ছাড়াল

ছবি-সংগৃহীত

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে (মঙ্গলবার, ১৯ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে, যা প্রায় দুই সপ্তাহের মধ্যে প্রথমবার। এর আগে ৩ আগস্ট লেনদেন হয়েছিল ১ হাজার ১৩৭ কোটি টাকা।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯.০১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪১০ পয়েন্টে। অপরদিকে, ডিএসইএস সূচক ৫.০৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২.৯৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০৪ পয়েন্টে অবস্থান করছে।

দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৩৭ কোটি ৫৩ লাখ টাকার শেয়ারইউনিট, যা আগের কার্যদিবসের ৯৭৫ কোটি টাকার তুলনায় বেশিএদিন ডিএসইতে মোট ৪০০টি কোম্পানির শেয়ারইউনিট লেনদেন হয়এর মধ্যে

দর বেড়েছে ১৬৪ কোম্পানির,কমেছে ১৬৪টির,অপরিবর্তিত ছিল ৭২টির শেয়ার দর।

অন্যদিকে, একইদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ১৮ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট। সেখানে মোট ২৩২ কোম্পানির মধ্যে

দর বেড়েছে ১০৭টির,কমেছে ৯৯টির,অপরিবর্তিত ছিল ২৬টির শেয়ার দর।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ১৬৬ পয়েন্টে। তবে আগের দিন লেনদেন ছিল কিছুটা বেশি-১৮ কোটি ৭৮ লাখ টাকা এবং সূচক বেড়েছিল ৬২ পয়েন্ট।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন