Logo
Logo
×

অর্থনীতি

এডিপি বাস্তবায়নে শ্লথগতি, জুলাইয়ে ব্যয় ০.৬৯%

Icon

স্টাফ রিপোর্টার :

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১০:৩২ পিএম

এডিপি বাস্তবায়নে শ্লথগতি, জুলাইয়ে ব্যয় ০.৬৯%

ছবি-সংগৃহীত

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে সরকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে মাত্র ১ হাজার ৬৪৫ কোটি টাকা ব্যয় করেছে। যা মোট বরাদ্দের মাত্র শূন্য দশমিক ৬৯ শতাংশ।

এর আগের অর্থবছরের একই সময়ে (জুলাই ২০২৪) ছাত্রজনতার আন্দোলনের কারণে বাস্তবায়ন স্থবির থাকা সত্ত্বেও এডিপি ব্যয় হয়েছিল ২ হাজার ৯২২ কোটি টাকা বা ১.০৫ শতাংশ। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)-এর হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

২০২৫-২৬ অর্থবছরে নিজস্ব তহবিলসহ এডিপির আকার নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ৫৯৫ কোটি টাকা।

সরকারি তহবিল থেকে ব্যয়: ৭২৮ কোটি টাকা (০.৫১%)

বৈদেশিক ঋণ ও অনুদান: ৮৩৮ কোটি টাকা (০.৯৭%)

সংস্থার নিজস্ব তহবিল: ৭৮ কোটি টাকা

জুলাইয়ে ৫৭টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে ১১টি এক টাকাও ব্যয় করতে পারেনি। এর মধ্যে রয়েছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, পানি সম্পদ মন্ত্রণালয় ইত্যাদি।

অন্যদিকে, মাত্র ১২টি মন্ত্রণালয় ও বিভাগ বরাদ্দের ১ শতাংশের বেশি ব্যয় করেছে।

খাদ্য মন্ত্রণালয়: ১১.৩০% (সর্বোচ্চ)

মন্ত্রিপরিষদ বিভাগ: ৭%

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়: ৩.৫৬%

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়: ৩.৫১%

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ: ৩.৪৬%

ভূমি মন্ত্রণালয়: ২.০১%

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ: ২.৭২%

লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ: ২.৩৪%

এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ও ব্যয়ে তুলনামূলক এগিয়ে রয়েছে।

গত রোববার সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন-জুলাইয়ে এডিপি বাস্তবায়ন হারশতাংশেরও কম, যা উদ্বেগজনকগত বছর আন্দোলনের কারণে বাস্তবায়ন বাধাগ্রস্ত হয়েছিলএবার তো গতিশীলতা আসার কথা ছিল।”

তিনি আরও বলেন, অনেক প্রকল্পে এখনো ঠিকাদার নিয়োগ হয়নি, আবার প্রকল্প পরিচালকরা বদলি হয়ে গেছেনএডিপি এবার বাস্তবসম্মতভাবে সাজানো হয়েছে, তাই পূর্ণ বাস্তবায়ন সম্ভবএজন্য সব মন্ত্রণালয়বিভাগকে তাগিদ দেওয়া হবে, কোনো অজুহাত গ্রহণযোগ্য হবে না

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন