Logo
Logo
×

অর্থনীতি

একনেকে ৬৫০৬ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ০৩:৫৮ পিএম

একনেকে ৬৫০৬ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা। ছবি- সংগৃহীত

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় আজ মোট ৬ হাজার ৫০৬ কোটি ৫০ লাখ টাকার ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। ১০টি প্রকল্পের মধ্যে নতুন প্রকল্প ৫টি, সংশোধিত দুটি এবং ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে মেয়াদ বৃদ্ধির ৩টি প্রকল্প রয়েছে।

রোববার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

জানা গেছে, সরকারি অর্থায়ন থাকছে ৩ হাজার ৮২১ কোটি ৫৮ লাখ, প্রকল্প ঋণ ২ হাজার ৪২৮ কোটি ৪ লাখ এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থাকবে ২৫৬ কোটি ৮৯ লাখ টাকা।

যেসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে- বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একটি প্রকল্প-বাপবিবোর বিদ্যমান শিল্পসমৃদ্ধ এলাকার ৩৩/১১ কেডি আউটডোর উপকেন্দ্রের আধুনিকায়নক্ষমতাবর্ধন প্রকল্প, কৃষি মন্ত্রণালয়ের একটি প্রকল্পআধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রংপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন।’ শিল্প মন্ত্রণালয়ের একটি- ‘বিএমআর অব কেরু অ্যান্ড কোং (বিডি) লি. (২য় সংশোধিত)।’ শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রকল্পরবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ স্থাপন’। স্বাস্থ্যপরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি, ‘৫টি নির্ধারিত মেডিকেল কলেজ হাসপাতালে (সিলেট, বরিশাল, রংপুর, রাজশাহী এবং ফরিদপুর) বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপন (১ম সংশোধিত)’। গৃহায়নগণপূর্ত মন্ত্রণালয়ের একটি প্রকল্প, ‘ঢাকাস্থ আজিমপুর সরকারি কলোনির অভ্যন্তরে সরকারি কর্মচারীদের জন্য বহুতল আবাসিক ফ্ল্যাট নির্মাণ (জোন-সি)’। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি, ‘ফায়ার সার্ভিসসিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তাকর্মচারীদের জন্য দুটি বহুতল আবাসিক ভবন নির্মাণ প্রকল্প’। স্থানীয় সরকারপল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের দুটি- ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনবল ওয়াটার সাপ্লাই (তৃতীয় সংশোধিত) এবং বান্দরবান পৌরসভা এবং বান্দরবান জেলার ৩টি উপজেলা সদরসহ পার্শ্ববর্তী এলাকাসমূহে নিরাপদ পানি সরবরাহস্যানিটেশন ব্যবস্থার সম্প্রসারণউন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্প এবং ডাকটেলিযোগাযোগ মন্ত্রণালয়ের একটি প্রকল্পচট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপন’।

ছাড়া একনেক সভায় পরিকল্পনা উপদেষ্টা অনুমোদিত ৯টি প্রকল্প সম্পর্কে একনেক সদস্যদের অবহিত করা হয়সেগুলো হলো- হাতিয়া দ্বীপ, নিঝুম দ্বীপকতবদিয়া দ্বীপ শতভাগ নির্ভরযোগ্যটেকসই বিদ্যুতায়ন (২য় সংশোধিত), রাজশাহী এবং রংপুর বিভাগে নেসকো’র আওতাধীন এলাকায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্বাপন (১ম সংশোধিত), বরগুনা জেলার ২টি পৌরসভা অবকাঠামো উন্নয়ন প্রকল্প, তিন পার্বত্য জেলায় দুর্যোগ ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক উন্নয়ন (২য় সংশোধিত), লাঙ্গলবন্দ মহাষ্টমী পুণ্যস্নান উৎসবের অবকাঠামো উন্নয়ন (২য় সংশোধিত) প্রকল্প, তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি (২য় সংশোধিত), সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (২য় সংশোধিত) প্রকল্প, কপোতাক্ষ নদতৎসংলগ্ন এলাকার জলাবদ্ধতা দূরীকরণ (২য় পর্যায়) (১ম সংশোধিত) এবং বিদ্যালয়বহির্ভূত কিশোর-কিশোরীদের জন্য দক্ষতাকেন্দ্রিক সাক্ষরতা (২য় সংশোধিত) প্রকল্প একনেক সদস্যদের জন্য অবহিত করা হয়

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন