নারায়ণগঞ্জের ১০২ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র বিক্রি করছে সামিট পাওয়ার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১১:১১ এএম
সামিট পাওয়ার লিমিটেড নারায়ণগঞ্জের ১০২ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন হেভি ফুয়েল অয়েল চালিত বিদ্যুৎকেন্দ্র বিক্রি ও পুনঃরপ্তানির জন্য সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) স্যাবসন এনার্জি এফজেডসিওর সঙ্গে চুক্তি করেছে। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে এ তথ্য জানানো হয়।
২০১১ সালের ১ এপ্রিল বাণিজ্যিক উৎপাদনে যাওয়া বিদ্যুৎকেন্দ্রটি দুই দফা চুক্তি নবায়নের পর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সঙ্গে সর্বশেষ সরবরাহ চুক্তি ২০২৪ সালের ২২ মার্চ শেষ হয়। এরপর ২৯ এপ্রিল বিপিডিবির সম্মতিতে দুই বছরের জন্য কার্যক্রম পুনরায় শুরু হলেও এটি ছিল ‘বিদ্যুৎ নেই, অর্থ নেই’ মডেলে। ১৯ আগস্ট থেকে কেন্দ্রটি আর বিদ্যুৎ সরবরাহ করছে না।
বিপিডিবি থেকে পাওয়া অনাপত্তিপত্রে জানানো হয়েছে, পূর্বের বিদ্যুৎ ক্রয় চুক্তি আর নবায়নের সুযোগ নেই এবং বাংলাদেশে এর কার্যকাল শেষ হয়েছে। এ প্রেক্ষিতে ৮ মে বোর্ড সভায় বিদ্যুৎকেন্দ্র বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয় এবং সম্ভাব্য ক্রেতা খোঁজার অনুমোদন দেওয়া হয়।
দুটি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনার পর সংযুক্ত আরব আমিরাতের আইনে নিবন্ধিত ও দুবাইয়ে সদর দপ্তর থাকা স্যাবসন এনার্জি এফজেডসিওর সঙ্গে চুক্তি চূড়ান্ত হয়।
ডিএসইর তথ্যমতে, ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত সামিট পাওয়ারের শেয়ার মালিকানা ছিল—পরিচালকদের কাছে ৬৩.১৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৮.৫১ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ৩.৬৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১৪.৬৫ শতাংশ।



