Logo
Logo
×

অর্থনীতি

আগামী নির্বাচনে ঋণখেলাপিরা অংশ নিতে পারবে না: অর্থ উপদেষ্টা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ০৫:৩২ পিএম

আগামী নির্বাচনে ঋণখেলাপিরা অংশ নিতে পারবে না: অর্থ উপদেষ্টা

ছবি : সংগৃহীত

আগামী জাতীয় নির্বাচনে ঋণখেলাপিরা অংশগ্রহণ করতে পারবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। বুধবার (১৩ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় পেনশন কর্তৃপক্ষ আয়োজিত ইপি পেনশন উদ্বোধন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব ঋণখেলাপিদের শনাক্ত করা। তবে আদালতের স্থগিতাদেশ (স্টে অর্ডার) বড় বাধা হয়ে দাঁড়ায়। উদাহরণ দিয়ে তিনি বলেন, মহিউদ্দিন খান আলমগীর ঋণখেলাপি অবস্থায় পাঁচ বছর কাটিয়ে দিয়েছেন।

কালো টাকা রোধে সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা বলেন, কালো টাকার উৎস এবং প্রক্রিয়া—এই দুটি বিষয় গুরুত্বপূর্ণ। তিনি জানান, আগের তুলনায় কালো টাকার উৎস এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। আগে একজন ব্যক্তি ব্যাংক, শিল্পপ্রতিষ্ঠান, সংবাদপত্র ও ফ্ল্যাটের মালিক হতেন, এখন সেই চিত্র বদলেছে। বর্তমানে কিছুটা হলেও চেক অ্যান্ড ব্যালেন্স কার্যকর হচ্ছে।

তিনি আরও বলেন, অর্থনৈতিক উন্নয়ন রাজনৈতিক সংস্কৃতির ওপর নির্ভর করে। রাজনীতিবিদরা যদি অর্থের বিনিময়ে মনোনয়ন ও ভোটের সংস্কৃতি চালু রাখেন, তাহলে অর্থ মন্ত্রণালয় থেকেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব নয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন