বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩০ দশমিক ২৪ বিলিয়ন ডলার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ০৮:১৫ পিএম
ছবি : সংগৃহীত
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩০২৪৮ দশমিক ১১ মিলিয়ন বা ৩০ দশমিক ২৪ বিলিয়ন মার্কিন ডলার। রোববার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, ১০ আগস্ট পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩০২৪৮ দশমিক ১১ মিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করলে রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ২৫২৩২ দশমিক ৩৩ মিলিয়ন ডলার।
এর আগে ৬ আগস্ট পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩০০৭৭ দশমিক ৬৫ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৫০৫৭ দশমিক ৮৭ মিলিয়ন ডলার।
উল্লেখ্য, আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে নিট রিজার্ভ নির্ধারণ করা হয়। এতে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে প্রকৃত রিজার্ভের পরিমাণ নিরূপণ করা হয়।



