টিভিইটি উন্নয়নে বাংলাদেশ-এডিবি ১৫০ মিলিয়ন ডলারের ঋণচুক্তি স্বাক্ষর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ০৪:১৭ পিএম
ছবি : সংগৃহীত
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) খাতের উন্নয়নে বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ১৫০ মিলিয়ন মার্কিন ডলারের একটি ঋণচুক্তি স্বাক্ষর করেছে। এই অর্থ কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি বৈশ্বিক শ্রমবাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে ব্যয় করা হবে।
রোববার (৩ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এডিবির কান্ট্রি ডিরেক্টর জানান, কর্মসূচিটি যান্ত্রিক, ইলেকট্রনিক্স ও বৈদ্যুতিক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সিভিল এবং খাদ্য ও কৃষি—এই পাঁচটি প্রযুক্তি খাতকে অগ্রাধিকার দেবে। এটি দেশের অর্থনৈতিক বৈচিত্র্যকরণ ও কর্মসংস্থান সৃষ্টির জাতীয় লক্ষ্য পূরণে সহায়ক হবে।
এই প্রকল্পের আওতায় ঢাকার বাইরের সুবিধাবঞ্চিত অঞ্চলের টিভিইটি শিক্ষকদের জন্য আধুনিক প্রশিক্ষণের সুযোগ বাড়ানো হবে। শিক্ষকদের পেডাগোজিকাল ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষক উন্নয়ন, ব্যবস্থাপনা ও প্রতিবেদন প্রণয়নের সক্ষমতা জোরদার করা হবে।
এডিবি জানিয়েছে, প্রকল্প বাস্তবায়নের পর অন্তত ১০ হাজার নতুন ও বিদ্যমান শিক্ষক প্রশিক্ষণ গ্রহণ করবেন, যার ইতিবাচক প্রভাব পড়বে প্রায় ২ লাখ ৫০ হাজার শিক্ষার্থীর ওপর। সারাদেশে ধারাবাহিক পেশাগত উন্নয়নের একটি জাতীয় কাঠামো গড়ে তোলা হবে, যা টিভিইটি শিক্ষার মান ও প্রাসঙ্গিকতা দীর্ঘমেয়াদে বজায় রাখতে সহায়ক হবে।



