Logo
Logo
×

অর্থনীতি

বাংলাদেশ ব্যাংক নতুন মুদ্রানীতি ঘোষণা করবে বৃহস্পতিবার

Icon

স্টাফ রিপোর্টার :

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ০৬:৩৭ পিএম

বাংলাদেশ ব্যাংক নতুন মুদ্রানীতি ঘোষণা করবে বৃহস্পতিবার

ছবি-সংগৃহীত

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল ৩টায় বাংলাদেশ ব্যাংক নতুন মুদ্রানীতি ঘোষণা করবে গভর্নর ড. আহসান এইচ মনসুর ২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধেও কঠোর মুদ্রানীতি ধরে রাখতে পারে বাংলাদেশ ব্যাংক ।

মুদ্রাস্ফীতি ৬.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধেও (জুলাইডিসেম্বর) কঠোর বা সঙ্কোচনমূলক মুদ্রানীতির ধারা অব্যাহত রাখতে পারে। গতকাল (২৯ জুলাই) প্রকাশিত 'মুদ্রানীতি পর্যালোচনা ২০২৪-২৫' প্রতিবেদনে এমন আভাস দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন মুদ্রানীতি ঘোষণা অনুষ্ঠানে গভর্নর ড. আহসান এইচ মনসুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

নতুন মুদ্রানীতিতে অভ্যন্তরীণ ঋণ, মুদ্রা সরবরাহ, বৈদেশিক ও অভ্যন্তরীণ সম্পদের পরিমাণ নির্ধারণে রূপরেখা তুলে ধরা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, নীতিগত সুদহার ও বেসরকারি খাতে ঋণপ্রবাহ আগের মতোই অপরিবর্তিত থাকবে। মূল্যস্ফীতি ৭ শতাংশের নিচে না আসা পর্যন্ত সুদহার অপরিবর্তিত রাখার পক্ষেই অবস্থান নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তারা জানান,মূল লক্ষ্য থাকবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ।

মুদ্রানীতি পর্যালোচনা প্রতিবেদনে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দেশের অর্থনীতি এখনও উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক খাতের চাপ এবং আর্থিক খাতের দুর্বলতার মতো বড় কিছু সামষ্টিক চ্যালেঞ্জের মুখোমুখি। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় মূল লক্ষ্য হচ্ছে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নামিয়ে আনা এবং অর্থনৈতিক পুনরুদ্ধারকে সহায়তা করা।

এই ইতিবাচক প্রবণতা ধরে রাখতে আগামী ২০২৫২৬ অর্থবছরের প্রথমার্ধজুড়েই কঠোর মুদ্রানীতির ধারাবাহিকতা বজায় থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন