Logo
Logo
×

অর্থনীতি

আইএমএফ ঋণের চতুর্থ কিস্তি মিলবে ডিসেম্বরে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪, ০৩:১৯ পিএম

আইএমএফ ঋণের চতুর্থ কিস্তি মিলবে ডিসেম্বরে

চতুর্থ কিস্তির ঋণ ছাড় নিয়ে আলোচনা হবে অক্টোবরে। ছবি: সংগৃহীত

বাংলাদেশকে দেওয়া আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) অনুমোদিত ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণের চতুর্থ কিস্তি ডিসেম্বরে মিলবে বলে জানা গেছে।

বাংলাদেশে নিযুক্ত আইএমএফ প্রতিনিধি সূত্রে জানা যায়, চলতি বছর অক্টোবরে ঋণের চতুর্থ কিস্তি নিয়ে আলোচনা শুরু হবে। অক্টোবরের মাঝামাঝি সময়ের মধ্যে বাংলাদেশে আইএমএফের প্রতিনিধিদল সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে এ ব্যাপারে আলোচনায় বসবে বলে নিশ্চিত করেছে।

৬ আগস্ট আইএমএফ এক বিবৃতিতে জানিয়েছে, সরকারে যেই আসুক আইএমএফ বাংলাদেশকে সহযোগিতা করে যাবে। রাজনৈতিক পট পরিবর্তন হলেও এর প্রভাব আইএমএফ অনুমোদিত ঋণের ওপর পড়বে না।

এর আগে ২৭ জুন আইএমএফের দেওয়া ঋণের তৃতীয় কিস্তির ১১৫ কোটি ডলার পেয়েছে বাংলাদেশ। 

বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমতে থাকায় গত বছরের ৩০ জানুয়ারি আইএমএফের সঙ্গে ৪৭০ কোটি ডলারের ঋণচুক্তি করে বাংলাদেশ। এর তিনদিন পর প্রথম কিস্তিতে ৪৭ কোটি ৬২ লাখ ৭০ হাজার ডলার ছাড় করে সংস্থাটি। এরপর গত ১৬ ডিসেম্বর আসে দ্বিতীয় কিস্তির ৬৮ কোটি ২০ লাখ ডলার।

২০২৬ সাল পর্যন্ত মোট সাতটি কিস্তিতে ঋণের পুরো অর্থ ছাড় করার কথা রয়েছে। দ্বিতীয় কিস্তির পরবর্তীগুলোতে সমান অর্থ থাকার কথা থাকলেও রিজার্ভ আরও কমে যাওয়ায় তৃতীয় ও চতুর্থ কিস্তিতে বেশি অর্থ চায় বাংলাদেশ।

বেশ কিছু কঠিন শর্তের বাস্তবায়ন ও আগামীতে আরও বড় সংস্কার কার্যক্রমের প্রতিশ্রুতি দেয়ায় সংস্থাটি তৃতীয় কিস্তিতে ৬৮ কোটি ডলারের পরিবর্তে ১১৫ কোটি ডলার অনুমোদন করেছিল।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন