Logo
Logo
×

অর্থনীতি

নতুন বেতনকাঠামো নির্ধারণে জাতীয় কমিশন গঠন

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১০:৫৩ পিএম

নতুন বেতনকাঠামো নির্ধারণে জাতীয় কমিশন গঠন

ছবি-সংগৃহীত

এক দশক পর সরকারি ও স্বায়ত্তশাসিত কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো নির্ধারণে জাতীয় বেতন কমিশন গঠন করা হয়েছে। এ কমিশনের প্রধান করা হয়েছে সাবেক অর্থসচিব ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানকে। কমিশনকে প্রথম সভা আয়োজনের পর থেকে ছয় মাসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আজ রোববার অর্থ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ কমিশনের সদস্যদের নাম ঘোষণার পাশাপাশি কার্যপরিধিও প্রকাশ করা হয়। বর্তমানে দেশে সরকারি কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা প্রায় ১৫ লাখ।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন ২০১৮এর ধারা ১৫ অনুযায়ী প্রজাতন্ত্রের সব শ্রেণির কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি সময়োপযোগী বেতনকাঠামো নির্ধারণের লক্ষ্যে জাতীয় বেতন কমিশন গঠন করা হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানসমূহের কর্মকর্তা-কর্মচারীদের বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে জাতীয় বেতন কমিশন সুপারিশ করবে।

জাতীয় বেতন কমিশন সময়োপযোগী বেতনকাঠামো নির্ধারণ; বিশেষায়িত চাকরির জন্য আলাদা বেতনকাঠামো গঠন; আয়কর পরিশোধ বিবেচনায় বেতনকাঠামো; বাড়িভাড়া, চিকিৎসা ও যাতায়াতসহ অন্যান্য ভাতা নিরূপণ; মূল্যস্ফীতির সঙ্গে বেতন সমন্বয়ের পদ্ধতি নিরূপণ; সময়য়োপযোগী পেনশনসহ অবসরসুবিধা নির্ধারণ; কর্মকর্তা ও কর্মচারীদের কাজের মান মূল্যায়ন করবে। সে অনুযায়ী তাঁরা বেতনকাঠামো প্রণয়ন, টেলিফোন, গাড়ি ও মোবাইল ফোনসংক্রান্ত বিষয়ে আর্থিক সুবিধা নগদ ও রেশনসুবিধা যৌক্তিকীকরণ, বেতনের গ্রেড ও ইনক্রিমেন্টে অসংগতি থাকলে তা দূরীকরণে সুপারিশ প্রণয়ন করবে।

সুপারিশ প্রণয়নে জাতীয় বেতন কমিশন কয়েকটি বিষয় বিবেচনায় নেবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। যার মধ্যে রয়েছে একটি পরিবারের (পিতা-মাতাসহ অনধিক ছয়জন) জীবনযাত্রার ব্যয়, শিশুদের (অনধিক দুই সন্তান) শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয়, দেশের সার্বিক আর্থিক অবস্থা, সংশ্লিষ্ট সংস্থা ও প্রতিষ্ঠানের আয়ব্যয়ের অবস্থা, জনপ্রশাসনে মেধাবী ও দক্ষ কর্মকর্তা নিয়োগ এবং কর্মকর্তাদের দক্ষতা বাড়িয়ে সরকারি সেবার মানোন্নয়ন।

প্রজ্ঞাপনে বলা হয়, নবগঠিত জাতীয় বেতন কমিশনে পূর্ণকালীন সদস্য হিসেবে রয়েছেন সাবেক সচিব মোহাম্মদ আলী খান, সাবেক হিসাব মহানিয়ন্ত্রক মোসলেম উদ্দীন ও সাবেক রাষ্ট্রদূত ফজলুল করিম।

কমিশনে খণ্ডকালীন সদস্যরা হলেন সাবেক মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক আহমেদ আতাউল হাকিম, সাবেক সরকারি কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হোসাইন, সাবেক সচিব জিশান আরা আরাফুন্নেসা, মেজর জেনারেল (অব.) এ আই এম মোস্তফা রেজা নূর, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হাবিবুর রহমান, সাবেক গ্রেড-১ কর্মকর্তা তহমিনা বেগম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান মাকছুদুর রহমান সরকার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল ব্রিডিং অ্যান্ড জেনেটিকস বিভাগের শিক্ষক সামছুল আলম ভূঁইয়া, বাংলাদেশ প্রকৌশন বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক এ কে এম মাসুদ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ঔষধ বিভাগের সাবেক চেয়ারম্যান সৈয়দ আতিকুল হক ও বাংলাদেশ উন্নয়ন গবেষণাপ্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক এ কে এনামুল হক।

এ ছাড়া প্রতিরক্ষা; আইন, বিচার ও সংসদবিষয়ক, জনপ্রশাসন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন করে প্রতিনিধিকে খণ্ডকালীন সদস্য হিসেবে এই কমিশনে অন্তর্ভুক্ত করা হবে। এর সঙ্গে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) ও শীর্ষ ব্যবসায়ী সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশরনের (এফবিসিসিআই) সভাপতিকে রাখা হবে। অন্যদিকে অর্থ বিভাগ থেকে দুজন অতিরিক্ত সচিবকে খণ্ডকালীন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। এর পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন সচিব অথবা অতিরিক্ত সচিবকেও জাতীয় বেতন কমিশনের পূর্ণকালীন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। কমিশন প্রয়োজনে যে কাউকে সদস্য হিসেবে কোঅপ্ট বা অন্তর্ভুক্ত করতে পারবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। সূত্র : প্রথম আলো

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন