ছবি-সংগৃহীত
জুলাই মাসের প্রথম ২১ দিনে দেশে প্রবাসী রেমিট্যান্স আশাব্যঞ্জক বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, ১ থেকে ২১ জুলাই পর্যন্ত রেমিট্যান্স এসেছে ১৬৯৬ মিলিয়ন (১.৬৯ বিলিয়ন) মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী আগের বছরের একই সময় অর্থাৎ ২০২৪ সালের ১ থেকে ২১ জুলাই পর্যন্ত রেমিট্যান্স এসেছিল ১৪৩০ মিলিয়ন ডলার। সেই হিসাবে চলতি বছর একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১৮ দশমিক ৬ শতাংশ।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বৈধ চ্যানেলে অর্থ প্রেরণে নানা প্রণোদনা, হুন্ডির বিরুদ্ধে অভিযানে তৎপরতা এবং মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এসব কারণে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা বজায় রয়েছে।
বিশ্লেষকদের মতে মাসশেষে রেমিট্যান্স প্রবাহ ২.৫ বিলিয়ন ডলার ছুঁতে পারে, যা সাম্প্রতিক মাসগুলোর মধ্যে একটি উল্লেখযোগ্য অর্জন হবে।



