Logo
Logo
×

অর্থনীতি

ব্র্যাক ব্যাংক : অর্ধবছরে সাড়ে ৮ হাজার কোটি টাকা আমানত বেড়েছে

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ০৪:৪২ পিএম

ব্র্যাক ব্যাংক : অর্ধবছরে সাড়ে ৮ হাজার কোটি টাকা আমানত বেড়েছে

ছবি -ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) তারেক রেফাত উল্লাহ খান এবং উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাকসহ কর্মকর্তারা

চলতি বছরের প্রথম ছয় মাসে ব্র্যাক ব্যাংক দেশজুড়ে তাদের সব শাখার মাধ্যমে সাড়ে আট হাজার কোটি টাকার নিট ডিপোজিট সংগ্রহ করেছে। এ সময়ে ব্যাংকে জমা হওয়া আমানতের বিপরীতে গ্রাহকের তুলে নেওয়া অর্থ বাদ দিয়ে এই নিট আমানতের হিসাব করা হয়েছে। ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আমানত প্রবৃদ্ধির এ তথ্য জানানো হয়। ব্যাংকটি বলছে, আমানতের এ প্রবৃদ্ধি আমানত সংগ্রহে ব্যাংকটির টেকসই উদ্যোগেরই প্রতিফলন।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিগত কয়েক বছর ধরে ব্র্যাক ব্যাংকের দেশজুড়ে শাখা নেটওয়ার্কের এই লক্ষণীয় আমানত প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। ব্যাংকটির শাখা নেটওয়ার্কের এমন মাইলফলক ব্যাংকিং খাতে আমানত সংগ্রহে নতুন বেঞ্চমার্ক তৈরি করে চলেছে। এ সাফল্য উদ্‌যাপনের লক্ষ্যে ব্যাংকটি আজ বুধবার ঢাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করে। আয়োজনে শাখা নেটওয়ার্কের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগ দেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) তারেক রেফাত উল্লাহ খান এবং উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক। এ সময় ব্যাংকটির ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের রিজিওনাল হেড, ক্লাস্টার হেড, ব্রাঞ্চ ম্যানেজারসহ উপস্থিত ছিলেন সিনিয়র জোনাল হেড (নর্থ) এ কে এম তারেক এবং সিনিয়র জোনাল হেড (সাউথ) তাহের হাসান আল মামুন।


ব্যাংকের এমন সাফল্যে গ্রাহক আস্থা এবং গ্রাহকদের সঙ্গে সুসম্পর্কের বিষয়টির ওপর জোর দিয়ে ব্র্যাক ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘গ্রাহকের সঙ্গে আস্থার সম্পর্ককে আমরা আমানত সংগ্রহে সবচেয়ে বড় দক্ষতা হিসেবে দেখিআমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ২০২৫ সালের বাকি সময়ে এবং সামনের বছরগুলোতেও আমানত প্রবৃদ্ধিতে আমাদের এমন সাফল্য অব্যাহত থাকবে।’




Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন