Logo
Logo
×

অর্থনীতি

হঠাৎ বেড়েছে ডলারের দাম

Icon

স্টাফ রিপোরর্টার :

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১১:০১ পিএম

হঠাৎ বেড়েছে ডলারের দাম

ছবি-সংগৃহীত

টানা চার দিন দর পতনের পর আন্তঃব্যাংক মুদ্রাবাজারে আজ হঠাৎ বেড়েছে ডলারের দাম। এদিন বাংলাদেশ ব্যাংক নিলামের মাধ্যমে ৩১ কোটি ৩০ লাখ মার্কিন ডলার কিনেছে। মঙ্গলবার (১৫ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। নিলামের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের ডলার কেনার এ পদক্ষেপ বাজারে স্থিতিশীলতা ফেরাতে সহায়ক হবে বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষক ও ব্যাংকাররা।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, আজকের আন্তঃব্যাংক মুদ্রাবাজারে সর্বোচ্চ দর ছিল ১২১ টাকা ৫০ পয়সা এবং সর্বনিম্ন দর ছিল ১২০ টাকা ৮০ পয়সা। আর গড় দর ছিল ১২১ দশমিক ১১ টাকা। সোমবার (১৪ জুলাই) এই গড় দর ছিল ১১৯ দশমিক ৭১ টাকা, অর্থাৎ একদিনেই বেড়েছে ১ টাকা ৪০ পয়সা।

সোমবার নিলামে ২২ ব্যাংকের কাছ থেকে ৩১ কোটি ৩০ লাখ ডলার সংগ্রহ করেছে বাংলাদেশ ব্যাংক। যার দর ধরা হয়েছে ১২১ টাকা ৫০ পয়সা। এর আগে রোববার (১৩ জুলাই) অনুষ্ঠিত প্রথম নিলামে একই দরে ১৭ কোটি ১০ লাখ ডলার কেনা হয়েছিল। এই দুই দফা নিলামে মোট ৩০ কোটি ৪০ লাখ ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক, যা সাম্প্রতিক সময়ে বাজার হস্তক্ষেপে বড় উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান  বলেন, ‘ব্যাংকগুলোতে ডলারের সরবরাহ বেড়ে যাওয়ায় সাম্প্রতিক সময়ে দাম কম ছিল। রপ্তানিকারক ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় বাজারমূল্য ধরে রাখতে নিলামের মাধ্যমে ডলার কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজনে ভবিষ্যতেও বাজার থেকে ডলার কেনা হবে,যেন বাজারে নেতিবাচক প্রভাব না পড়ে।’


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন