ডকুমেন্টারি কালেকশনে ব্যাংকগুলোকে ইউআরসি মানতে হবে
শামসুল আলম সেতু :
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ০৮:১৯ পিএম
ডকুমেন্টারি কালেকশনে ব্যাংকগুলোকে ইউনিফর্ম রুলস ফর কালেকশনস (ইউআরসি) অনুসরণ করতে হবে বলে বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন জারি করেছে। আজ ১৩ জুলাই এ বিষয়টি জানা গেছে। এলসি ভিত্তিক লেনদেনের ক্ষেত্রে ইউনিফর্ম কাস্টমস অ্যান্ড প্র্যাকটিস ফর ডকুমেন্টারি ক্রেডিটস (ইউসিপি) যেমন বলবৎ থাকবে, তেমনি চুক্তিভিত্তিক ডকুমেন্টারি কালেকশনের জন্য ইউআরসি প্রযোজ্য হবে।
বিক্রয় চুক্তির অধীনে আমদানি ও রপ্তানি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ব্যাংকগুলোকে আন্তর্জাতিক সর্বোত্তম অনুশীলন যথাযথভাবে অনুসরণ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক আজ ১৩ জুলাই একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে সব ধরনের বাণিজ্যিক লেনদেনে প্রযোজ্য বিধিমালা মেনে চলার গুরুত্ব তুলে ধরা হয়েছে।
পূর্ববর্তী নির্দেশনা অনুযায়ী, আমদানি ও রপ্তানির সকল এলসি ভিত্তিক লেনদেনের ক্ষেত্রে ব্যাংকগুলোকে ইউনিফর্ম কাস্টমস অ্যান্ড প্র্যাকটিস ফর ডকুমেন্টারি ক্রেডিটস (ইউসিপি) অনুসরণ করতে হয়। দেশের ব্যাংকিং অনুশীলনকে বৈশ্বিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক এবার পুনর্ব্যক্ত করেছে যে, বিকল্প ব্যবস্থায় বাণিজ্য পরিচালনার ক্ষেত্রেও সমানভাবে আন্তর্জাতিক বিধিমালা অনুসরণ অপরিহার্য।
সার্কুলারে বলা হয়েছে, প্রচলিত এলসি ভিত্তিক ব্যবস্থার পাশাপাশি অনুমোদিত আন্তর্জাতিক বাণিজ্য লেনদেন -অগ্রিম পরিশোধ ব্যবস্থা,ডকুমেন্টারি কালেকশন এবং ওপেন অ্যাকাউন্ট ব্যবস্থা - পরিচালনা করা যেতে পারে, যা বিদ্যমান আমদানি নীতি আদেশ,রপ্তানি নীতি এবং প্রচলিত বৈদেশিক মুদ্রা বিধিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
বিক্রয় চুক্তির ভিত্তিতে বাণিজ্যিক লেনদেন ডকুমেন্টারি কালেকশন পদ্ধতিতে পরিচালিত হতে হবে। এক্ষেত্রে সকল ব্যাংককে আন্তর্জাতিক চেম্বার অব কমার্স প্রদত্ত ইউনিফর্ম রুলস ফর কালেকশনস (ইউআরসি) যথাযথভাবে অনুসরণ করতে হবে মর্মে প্রজ্ঞাপনে নির্দেশনা প্রদান করা হয়েছে।
শিল্প সংশ্লিষ্টরা মনে করেন, বাংলাদেশ ব্যাংকের এই পদক্ষেপ দিয়ে বিভিন্ন বাণিজ্যিক পদ্ধতির জন্য ভিন্ন ভিন্ন নিয়ন্ত্রন কাঠামোর বিষয়টি পরিষ্কার করা হয়েছে। এলসি ভিত্তিক লেনদেনের ক্ষেত্রে ইউসিপি যেমন বলবৎ থাকবে, তেমনি চুক্তিভিত্তিক ডকুমেন্টারি কালেকশনের জন্য ইউআরসি প্রযোজ্য হবে। এই ব্যাখা পরিচালনাগত অস্পষ্টতা দূর করবে, এবং সামগ্রিকভাবে বাণিজ্য পেমেন্ট ব্যবস্থার গ্রহণযোগ্যতা ও দক্ষতা বৃদ্ধি করবে বলে তারা মনে করেন।



