Logo
Logo
×

অর্থনীতি

আদিল চৌধুরী ন্যাশনাল ব্যাংকে নতুন এমডি

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১০:১৫ পিএম

আদিল চৌধুরী ন্যাশনাল ব্যাংকে নতুন এমডি

আদিল চৌধুরী

আজ সোমবার ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব নিয়েছেন আদিল চৌধুরী।  তিনি আনুষ্ঠানিকভাবে নতুন এ দায়িত্বে যোগ দেন। ব্যাংকটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশীয় ও আন্তর্জাতিক ব্যাংকিং অঙ্গনে আদিল চৌধুরীর অভিজ্ঞতা ২৫ বছরের বেশি সময়ের। ন্যাশনাল ব্যাংকে যোগদানের আগে আদিল চৌধুরী ব্যাংক এশিয়ার এমডি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর নেতৃত্বে ব্যাংকটি রেকর্ড পরিমাণ মুনাফা অর্জন করে। এ ছাড়া পরিচালন দক্ষতা বৃদ্ধি, সুশাসন জোরদার এবং সমস্যাগ্রস্ত সম্পদ পুনরুদ্ধারের ক্ষেত্রে তাঁর ভূমিকা ব্যাংক এশিয়াকে ২০২২ সালের শেষে দেশের দ্বিতীয় সর্বোচ্চ লাভজনক ব্যাংকে পরিণত করেছিল।

২০২০ সালে ব্যাংক এশিয়ায় উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগ দেওয়ার আগে আদিল চৌধুরী ১৫ বছরের বেশি সময় বিদেশে বিভিন্ন নেতৃস্থানীয় পদে দায়িত্ব পালন করেন। তিনি হংকং ও সিঙ্গাপুরে দ্য ব্যাংক অব নোভা স্কটিয়ার পরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন। সেখানে তিনি এশিয়া-প্যাসিফিক এবং মধ্যপ্রাচ্য অঞ্চলের কৌশলগত কার্যক্রম তদারক করেছেন। তার আগে তিনি ঢাকায় ক্রেডিট আগ্রিকোল ইনডোসুজ ও আমেরিকান এক্সপ্রেস ব্যাংকে কর্মরত ছিলেন। পরবর্তী সময়ে স্কটিয়া ব্যাংকের ঢাকা শাখায় ট্রেজারি বিভাগ গড়ে তোলেন।

আন্তর্জাতিক পরিসরে আদিল চৌধুরীর গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল ৯ বিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন ব্যবস্থাপনা, যেখানে তিনি বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক ও সরকারি বিনিয়োগ সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন।

 আদিল চৌধুরী যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিন থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে (ভিএলএসআই ডিজাইন) স্নাতক ডিগ্রি এবং কানাডার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অন্টারিওর রিচার্ড আইভি স্কুল অব বিজনেস থেকে এমবিএ সম্পন্ন করেছেন। এ ছাড়া তিনি আর্থিক বাজারের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে একাধিক প্রশিক্ষণ ও সার্টিফিকেশন সম্পন্ন করেছেন।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন