Logo
Logo
×

অর্থনীতি

সঞ্চয়পত্রে মুনাফা বাড়ানো সংবেদনশীল, ব্যাংকিং স্থিতিশীলতায় প্রভাব পড়তে পারে: ড. সালেহউদ্দিন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ০৯:২০ পিএম

সঞ্চয়পত্রে মুনাফা বাড়ানো সংবেদনশীল, ব্যাংকিং স্থিতিশীলতায় প্রভাব পড়তে পারে: ড. সালেহউদ্দিন

ছবি- সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও বিজ্ঞান-প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সঞ্চয়পত্রের মুনাফার হার বৃদ্ধি নিয়ে সতর্ক মন্তব্য করেছেন। তিনি বলেন, এটি একটি সংবেদনশীল বিষয়, কারণ মুনাফা বাড়ানো হলে জনগণ ব্যাংকের চেয়ে সঞ্চয়পত্রে অর্থ রাখবে, ফলে ব্যাংকিং খাতে তারল্য সংকট দেখা দিতে পারে।

শনিবার (৫ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দেশের কিছু দুর্বল অবস্থানে থাকা ব্যাংককে পুনরুজ্জীবিত করতে বাংলাদেশ ব্যাংক সক্রিয়ভাবে কাজ করছে। ইসলামী ব্যাংকের উদাহরণ টেনে উপদেষ্টা জানান, ব্যাংকটির প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধার হচ্ছে। এছাড়া সরকার ‘ব্যাংক রেজুলেশন অ্যাক্ট’ প্রণয়ন করেছে, যার মূল লক্ষ্য আমানতকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করা।

তিনি আশ্বাস দিয়ে বলেন, যারা ব্যাংকে অর্থ জমা রেখেছেন, সরকার তাদের অর্থ ফেরত দিতে প্রতিশ্রুতিবদ্ধ। যদিও কিছু অর্থ আত্মসাৎকারী পালিয়ে যাওয়ায় সময় লাগতে পারে। এমন ঘটনা উন্নত দেশেও অনিয়মিতভাবে দেখা যায়।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংশ্লিষ্ট বিষয়ে চলমান অস্থিরতা নিয়ে ড. সালেহউদ্দিন জানান, সমস্যা সমাধানে একটি পাঁচ সদস্যবিশিষ্ট শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি রাজস্ব প্রশাসনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী এবং নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাকসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন