ছবি- সংগৃহীত
এফবিসিসিআই পরিচালনা পর্ষদ নির্বাচন পেছাল । মঙ্গলবার (১ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও এফবিসিসিআই নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালনা পর্ষদ নির্বাচন (২০২৫-২৬ ও ২০২৬-২৭) এর সময় আরো ৪৫ দিন বৃদ্ধি করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
উক্ত সময়সীমা অনুযায়ী, এফবিসিসিআই নির্বাচন বোর্ড নির্বাচন আয়োজনের পুনঃতফসিল শিগগিরই ঘোষণা করবে। মঙ্গলবার (১ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও এফবিসিসিআই নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, এর আগে গত ১৮ জুন এফবিসিসিআই পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল এফবিসিসিআই নির্বাচন বোর্ড। তখন নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয় ৭ সেপ্টেম্বর।



