Logo
Logo
×

অর্থনীতি

অনলাইনে রিটার্ন দাখিল করেছেন ১৭ লাখের বেশি করদাতা : এনবিআর

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ০৪:৪৫ পিএম

অনলাইনে রিটার্ন দাখিল করেছেন ১৭ লাখের বেশি করদাতা : এনবিআর

সদ্যসমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে ১৭ লাখ ১২ হাজার ৪৯২ জন করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন। একই সময়ে ২১ লাখ ৬৫ হাজার ৩২১ জন করদাতা ই-রিটার্নের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।

মঙ্গলবার (১ জুলাই) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এ তথ্য জানিয়েছেন।


এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, সব ধরনের আয়কর সেবা করদাতাদের দোরগোড়ায় পৌঁছে দিতে জাতীয় রাজস্ব বোর্ড প্রতিজ্ঞাবদ্ধ। জাতীয় রাজস্ব বোর্ডের অটোমেশনের আওতায় অনলাইনে রিটার্ন দাখিল প্রক্রিয়া এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে করদাতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এতে স্বতঃস্ফূত রিটার্ন দাখিলে করদাতাদের উদ্বুদ্ধ করেছে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করদাতাদের নিরবচ্ছিন্ন সেবা দিতে সারা বছর অনলাইনে রিটার্ন দাখিল এবং অনলাইনে তাৎক্ষণিক আয়কর সনদ প্রদান অব্যাহত ছিল, যা চলমান থাকবে। একই সঙ্গে রিটার্ন দাখিলের পর করদাতা কর্তৃক রিটার্নে কোনো ভুলত্রুটি দেখা দিলে আয়কর আইন ২০২৩ এর ১৮০(১) ধারা মোতাবেক মূল রিটার্ন দাখিলের ১৮০ দিনের মধ্যে ১৮০(২) ধারায় ঘরে বসেই সহজে অনলাইনে সংশোধিত রিটার্ন দাখিলের সুযোগ পাবেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন