Logo
Logo
×

অর্থনীতি

চট্টগ্রাম বন্দরে কন্টইেনার হ্যান্ডলিংয়ে অভাবনীয় সাফল্য

Icon

স্টাফ রিপোরর্টার :

প্রকাশ: ১৬ জুন ২০২৫, ০৭:১১ পিএম

চট্টগ্রাম বন্দরে কন্টইেনার হ্যান্ডলিংয়ে অভাবনীয় সাফল্য

ছবি-সংগৃহীত

২০২৪-২০২৫ র্অথবছরে চট্টগ্রাম বন্দরে কন্টইেনার হ্যান্ডলিংয়ে অভাবনীয় সাফল্য পাওয়া গেছে। অন্যদিকে সৃষ্টি হয়েছে নতুন রর্কেড। নানা প্রতকিুলতা ও চ্যালঞ্জেরে মধ্যওে ২০২৪-২০২৫ র্অথবছরে দেশের র্অথনীতির লাইফ লাইন খ্যাত চট্টগ্রাম বন্দর কন্টইেনার হ্যান্ডলিংয়ে অভাবনীয় সাফল্য অর্জন করছে।

জুলাই গণঅভ্যুত্থান, র্দীঘস্থায়ী বন্যা, দুই ঈদের ছুটি কাস্টমস এর কলম বিরতি,পরবিহন র্ধমঘট ইত্যাদি প্রতকিূল পরিস্থিতিরি কারণে চট্টগ্রাম বন্দররে হ্যান্ডলিং কার্যক্রম প্রায় দুই মাসের মত বাধাগ্রস্ত হয়। তবে বন্দর র্কতৃপক্ষ সকল বাধা বপিত্তি উপক্ষো করে বিগত র্অথবছররে তুলনায় আরো বেশি সংখ্যক কন্টইেনার হ্যান্ডলিং করতে সক্ষম হয়েছে। চলতি র্অথবছরে ১৫ জুন পর্যন্ত বন্দরে কন্টইেনার হ্যান্ডলিং করা হয়েছে। ৩১,৭১,৭৭৯ টিইইউস যা বিগত র্অথবছরে একই সময়রে তুলনায় ৪.৬৩% বেশি । এ সাফল্যের মূলে রয়েছে নৌপরবিহন মন্ত্রণালয়ের মাননীয় উপদষ্টো মহোদয়ের প্রত্যক্ষ নির্দেশনা, নৌপরবিহন মন্ত্রণালয়রে সার্বিক সহযোগিতা এবং চট্টগ্রাম বন্দর র্কতৃপক্ষের র্বোডরে সদস্যদের নিরালস তদারকি ও বন্দরের র্কমর্কতা র্কমচারীদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরকি প্রচেষ্টা। এছাড়াও বন্দরে অটোমশোন সার্বিস সুবিধা , ই-গেট পাস চালু, কন্টইেনার অপারটেং  সিস্টিমে আধুনকিায়নসহ বভিন্নি অবকাঠামো উন্নয়নও এ সাফল্যরে উল্লখেযোগ্য অংশ। একই সাথে বন্দর ব্যবহারকারীদরে দ্রুত কন্টইেনার  ডেলিভারি নেওয়া, বন্দরের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা করাসহ তাদের সার্বিক সহযোগিতা ও আন্তরকিতা এ সফলতার অন্যতম উপায়। ২০২৩-২০২৪ র্অথবছরে চট্টগ্রাম বন্দর ৩১,৬৮,৬৯০ টইিইউস কন্টইেনার হ্যান্ডলিং 

করছেলি তবে চলতি র্অথবছর শষেরে ১৫ দনি বাকি থাকতইে বগিত র্অথবছররে কন্টইেনার  হ্যান্ডলিংয়ের মোট পরমিানকে অতক্রিম করেছে। আশা করা যাচ্ছে কন্টইেনার হ্যন্ডলিংয়ের বর্তমান ধারা অব্যাহত থাকলে আগামী ৩০ জুন ২০২৫ র্পযন্ত চট্টগ্রাম বন্দর কন্টইেনার হ্যান্ডলিয়ের এক নতুন মাইলফলক র্স্পশ করব। চট্টগ্রাম বন্দর কর্তপক্ষের জনসংযোগ কর্মকর্তা উপ-সচিবের পাঠানো তথ্যে এসব জানা গেছে।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন