Logo
Logo
×

সারাদেশ

কুতুবদিয়ায় এক ঘন্টার ব্যবধানে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

Icon

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুন ২০২৫, ০৮:৩৯ পিএম

কুতুবদিয়ায় এক ঘন্টার ব্যবধানে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

ছবি-সংগৃহীত

কক্সবাজারের কুতুবদিয়ায় একদিনে এক ঘন্টার ব্যবধানে পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে।  শিশুদের বয়স ২ থেকে ৫ বছর।

শুক্রবার (১৩ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:রেজাউল হাসান।

মৃত শিশুরা হলো কুতুবদিয়ার বড়ঘোপ অমজাখালী গ্রামের রোকনুজ্জামানের ২ বছর বয়সী মেয়ে রাফা, একই গ্রামের  জসীম উদ্দিনের ছেলে তাসিব (২) ও উত্তর বড়ঘোপ গ্রামের দেলোয়ারের মেয়ে তুহিন (৫)।

কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: রেজাউল হাসান বলেন, কুতুবদিয়া পুকুরে ডুবে শিশুর মৃত্যুর হার বেশি। শুক্রবারও একঘন্টার ব্যবধানে পুকুরে ডুবে যায় ৩ শিশু। তাদেরকে হাসপাতালে আনার আগেই ৩ শিশুর মৃত্যু হয়। 

এদিকে কুতুবদিয়ার থানার পরিদর্শক আরমান হোসেন বলেন, কুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যুর জন্য মূলত অভিভাবকরাই অনেকটায় দায়ী। দেখা গেছে, পরিবারের সদস্য সংখ্যা বেশি থাকায় অভিভাবকরা তেমন নজর দেন না শিশুদের প্রতি। আর প্রতিটি ঘরের পাশে পুকুর কিংবা ডুবা রয়েছে। শিশুদের প্রতি অভিভাবকদের নজর না থাকায় প্রায় ঘটছে পুকুরে ডুবে শিশুর মৃত্যু।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন