ছবি-সংগৃহীত
জমি নিয়ে পুরনো বিরোধের জেরে বগুড়ার সারিয়াকান্দিতে এক পরিবারের উপর কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক গার্মেন্টস কর্মীসহ তিনজন ছুরিকাহত হয়েছেন।
বুধবার সন্ধ্যায় শহীদ মুক্তিযোদ্ধা মন্টু বিদ্যালয়ের সামনে সাহাবুল ফকিরের উপর অতর্কিত হামলা চালায় স্থানীয় কিশোর গ্যাংয়ের একদল যুবক। অভিযুক্তদের মধ্যে রয়েছে দুখু (২৩), আকাশ (১৯), আরিফ (২০) ও রাকিব (১৯)। তারা সকলেই গজারিয়া এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার গজারিয়া গ্রামের বাসিন্দা সাহাবুল ফকিরের জমি নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিরোধ চলেছিল। অভিযোগ রয়েছে, সাহাবুলের জমি দখল করে সেখানে দোকানঘর নির্মাণ করেছেন একজন। ঈদ উপলক্ষে সাহাবুলের ছেলে বাড়িতে এলে জমি দখল ছাড়ার দাবি জানানো হয় । এরপর থেকেই উত্তেজনা বাড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্টিলের পাইপ ও ধারালো অস্ত্র দিয়ে সাহাবুলকে বেধড়ক মারধর করা হয় এবং তার মাথায় ছুরিকাঘাত করা হয়। তার ছেলে রবিন মিয়া এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। পরবর্তীতে সাহাবুলের স্ত্রী মর্জিনা বেগম ও ভাই মহিদুল ইসলাম বাধা দিতে গেলে তারাও হামলার শিকার হন। মহিদুলের কাছ থেকে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে।
এ বিষয়ে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম বলেন, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”



