ছবি-সংগৃহীত
বগুড়ার শাজাহানপুরে সংঘটিত দস্যুতার ঘটনায় পলাতক থাকা আরও এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে এ মামলার তিনজন আসামির সবাইকে গ্রেফতার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং নগদ টাকা।
ভুক্তভোগী শফিকুল ইসলাম (৩৪) রাজশাহীর বোয়ালিয়া থানার সুলতানাবাদ গ্রামের স্থায়ী বাসিন্দা এবং বর্তমানে বগুড়ার শাজাহানপুর থানার ফুলতলায় বসবাস করেন। তিনি ট্রান্সকম কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেড ও পেপসিকো বগুড়া শাখায় প্লান্ট এইচআর,অ্যাডমিন ও সিকিউরিটি প্রধান হিসেবে কর্মরত।
শাজাহানপুর থানা পুলিশের ইনচার্জ শফিকুল ইসলাম শফিক জানান, “এটি একটি পরিকল্পিত দস্যুতা ছিল। ইতোমধ্যে মামলার তিনজন আসামিকেই গ্রেফতার করা হয়েছে এবং বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে।



