Logo
Logo
×

সারাদেশ

ভারতে পালানোর সময় গোপালগঞ্জ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আটক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৫, ০৪:২৪ পিএম

ভারতে পালানোর সময় গোপালগঞ্জ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আটক

ভারতে পালানোর সময় বেনাপোল ইমিগ্রেশন থেকে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহম্মেদকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে গোপালগঞ্জ ও ঢাকার যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মঙ্গলবার (১০ জুন) সকাল সাড়ে ১১টার দিকে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে সন্দেহজনকভাবে ধরা পড়েন তিনি। এ সময় তার সঙ্গে তার স্ত্রীও ছিলেন, তবে তার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় তাকে ছেড়ে দেয়া হয়।

বর্তমানে ভারত সরকার বাংলাদেশিদের ভিসা প্রদান প্রায় বন্ধ রাখলেও বিশেষ যোগাযোগের মাধ্যমে শাহাবুদ্দিন আহম্মেদ মেডিকেল ভিসা নিয়ে ভারতে পালানোর চেষ্টা করেন।

বেনাপোল ইমিগ্রেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ হোসেন চৌধুরী জানান, পাসপোর্ট যাচাই করে দেখা যায়, শাহাবুদ্দিন আহম্মেদের বিরুদ্ধে ৫ আগস্টের পর একাধিক মামলা রয়েছে। পরে তাকে গ্রেফতার করে পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক পবিত্র বিশ্বাস জানান, আসামিকে মামলার সংশ্লিষ্ট থানায় পাঠানো হবে। তদন্ত করে দেখা হচ্ছে, তার পারাপারে কোনো দালাল বা চক্র জড়িত ছিল কি না।

ইমিগ্রেশন সূত্র জানায়, এর আগে ৫ জুন একইভাবে ভারতে পালানোর সময় বাগেরহাটের মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও গাওলা ইউনিয়নের চেয়ারম্যান শেখ রেজাউল কবিরকে আটক করা হয়।

সূত্র আরও জানায়, চলতি মাসেই ১৪ জন আওয়ামী লীগ নেতাকে বেনাপোল ইমিগ্রেশন থেকে গ্রেফতার করা হয়েছে, যারা সবাই ৫ আগস্টের পর দায়ের হওয়া হত্যা ও অন্যান্য মামলার আসামি ছিলেন।

স্থানীয় একটি সূত্র দাবি করেছে, শাহাবুদ্দিনকে ভারতে পার করার জন্য একটি চক্র বড় অংকের টাকার বিনিময়ে চেষ্টা চালাচ্ছিল। তবে দায়িত্বশীল কর্মকর্তার হস্তক্ষেপে তিনি গ্রেফতার হন। বন্দরের কাস্টমস ও ইমিগ্রেশনের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করলে সংশ্লিষ্ট দালাল চক্রকে শনাক্ত করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন