Logo
Logo
×

সারাদেশ

বাউফল স্বেচ্ছাসেবক দলের আহবায়কসহ দুইজনকে কুপিয়ে জখম

Icon

কাজী খলিলুর রহমান

প্রকাশ: ০৯ জুন ২০২৫, ১২:৫৩ পিএম

বাউফল স্বেচ্ছাসেবক দলের আহবায়কসহ দুইজনকে কুপিয়ে জখম

ছবি: সংগৃহীত

অভ্যন্তরীণ বিরোধের জেরে ধরে বাউফলে স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ দুইজনকে পিটিয়ে ও কুপিয়ে  জখম করা হয়েছে। আহতদের  বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন কালাইয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফূল আলম রেজভি (৩০),জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মো.আল আমিন সবুজ (৩৫)।

রবিবার রাত সাড়ে নয়টার দিকে কালাইয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধ্যকর্পূরকাঠী গ্রামের উত্তরকান্দা এলাকায় এ ঘটনা ঘটেছে। 

জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মু.মুনির হোসেনের সঙ্গে দেখা ও দলীয় কার্যক্রম শেষ করে সাইফূল আলমসহ কয়েকজন মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন।

রাত সাড়ে নয়টার দিকে তাঁরা উত্তরকান্দা এলাকায় পৌঁছালে তাঁদের ওপর  সন্ত্রাসীরা হামলা চালায় এবং পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে সাইফূল আলম ও আল আমিনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্বজনদের অভিযোগ,স্থানীয় মো. হালিম চৌধুরীর (৫০) নেতৃত্বে সন্ত্রাসীরা তাঁদের ওপর হামলা চালিয়েছেন। হালিম চৌধুরী বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য একেএম ফারুক আহম্মেদ তালুকদারের অনুসারী।  

হালিম চৌধুরী বলেন,তিনি বিএনপির একজন কর্মী। সেই হিসেবে এলাকায়ে একটি ভাড়া ঘর নিয়ে দলীয় কার্যক্রম চালাচ্ছেন। কতিপয় দুর্বৃত্ত রবিবার রাতে সেই কার্যালয় ভাঙচুর করেছে এবং পরে ওই  দুর্বৃত্তরা দেশি অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে হামলা চালানোর চেষ্টা করে তখন এলাকাবাসি তাঁদের প্রতিরোধ করেছে। আর ঘটনার সময় তিনি পুলিশের সঙ্গে ছিলেন। তিনি হামলার ঘটনার সঙ্গে জড়িত না।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতারুজ্জামান সরকার বলেন,‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন