Logo
Logo
×

সারাদেশ

আন্দোলনে দুর্বৃত্তরা অংশ নেয়ায় হতাহতের সংখ্যা বেড়েছে: সিএমপি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৪, ১১:১৫ এএম

আন্দোলনে দুর্বৃত্তরা অংশ নেয়ায় হতাহতের সংখ্যা বেড়েছে: সিএমপি

আন্দোলনে দুর্বৃত্তরা অংশ নেয়ায় হতাহতের সংখ্যা বেড়েছে: সিএমপি

আন্দোলনে দুর্বৃত্তরা অংশ নেয়ায় হতাহতের সংখ্যা বেড়েছে বলে দাবি করেছে পুলিশ। চট্টগ্রামে কয়েকদিনের সংঘর্ষে ৬ জন গুলিবিদ্ধ হয়ে নিহতের পাশাপাশি আহত হয় দুই শতাধিক।

কোটা সংস্কার আন্দোলনে বিক্ষোভকারী, ছাত্রলীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে চট্টগ্রামের রাজপথ উত্তাল ছিল। অছাত্র ও দুর্বৃত্তরা আন্দোলনে অংশ নিলে নগরীর বহদ্দারহাট, ষোলশহর ও শাহ আমানত সেতু এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। 

চট্টগ্রামে মেডিকেল কলেজের তথ্য বলছে, কয়েকদিন ধরে চলা সেই সংঘর্ষে মেডিকেলে ৬ জনের মৃত্যু হয়েছে। ১৬ জুলাই মুরাদপুরে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী ও ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কক্সবাজারের ওয়াসিম আকরাম, এম.ই.এস কলেজের শিক্ষাথী ফয়সাল আহমদ শান্ত ও ফার্নিচার ব্যবসায়ী কুমিল্লার মো. ফারুক। 

এদিকে চিকিৎসাধীন অবস্থায় ২৬ জুলাই মারা যান বাসের শ্রমিক আবদুল মজিদ। তিনি বহদ্দারহাটে ১৮ জুলাই দগ্ধ হন। একই ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান কক্সাবাজারের মহেশখালীর তানভীর ও সন্দ্বীপের সাইমুন। এছাড়া ওই ঘটনায় গুলিবিদ্ধ হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তড়ুয়া। পরে ২৩ জুলাই চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা যান।

চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন বলেন, ‘চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। আর ঘটনার সময় মারা গেছেন ৫ জন। মোট ৬ জনের মৃত্যু হয়েছে।’ 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার মোস্তাফিজুর রহমান বলেন, ‘শান্তিপূর্ণ আন্দোলনে অছাত্রদের প্রবেশের পরই হতাহতের সংখ্যা বেড়েছে। আর দুর্বৃত্তরা আন্দোলনে নাশকতামূলক কার্যক্রম চালাচ্ছিল। তাদেরকে চিহ্নিত করে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে।’

 

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, চট্টগ্রাম মেডিকেলে ২০৩ জন চিকিৎসা নিয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৮ জন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন