Logo
Logo
×

সারাদেশ

কুড়িগ্রামে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালন

Icon

যুগেরচিন্তা২৪ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুন ২০২৫, ০৮:৫৩ পিএম

কুড়িগ্রামে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক নুসরাত সুলতানা

কুড়িগ্রাম ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেল ৩টায় বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক নুসরাত সুলতানা। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোখসানা বেগম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীন, সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক, বিশিষ্ট সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, উপজেলা শিক্ষা অফিসার এন.এম শরিফুল ইসলাম খন্দকারসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।

সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে বিদ্যালয়ে একটি কক্ষে "নজরুল চর্চা কেন্দ্র" ও "ভাওয়াইয়া চর্চা কেন্দ্র" উদ্বোধন করেন জেলা প্রশাসক।

ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্যে জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, "তোমরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় মনোযোগী হবে। বড় স্বপ্ন দেখতে শিখবে—আকাশ জয়, সাগর জয় এমনকি বিশ্ব জয় করার সাহস রাখবে। কখনও অন্যায় করবে না এবং অন্যায়কে প্রশ্রয় দেবে না।"

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন