ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে, তালবাহানা চলবে না : খায়রুল কবির খোকন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৭ মে ২০২৫, ১০:২৬ পিএম
ছবি : সংগৃহীত
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা শাখার সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, দেশের মানুষ এখন একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় রয়েছে। জনগণের দীর্ঘদিনের আন্দোলন, মামলা, হামলা, গুম-খুন—সবকিছুই একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবিরই বহিঃপ্রকাশ। তাই আর কোনো দেরি নয়, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। নির্বাচন নিয়ে কোনো ধরনের তালবাহানা মেনে নেওয়া হবে না।
মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় নরসিংদী জেলা বিএনপির কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, “গত ১৬ বছরে আওয়ামী শাসনামলে শহীদ রাষ্ট্রপতির শাহাদাৎ ও জন্মবার্ষিকী স্বাধীনভাবে পালনের সুযোগ পাইনি। কোনো জাতীয় কিংবা সাংগঠনিক কর্মসূচি নির্ভারভাবে পালন করতে পারিনি। এবার সেই বাধা নেই। আমরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন করবো। তবে সবাইকে মনে রাখতে হবে—এই কর্মসূচিতে কাউকে চাপিয়ে দেওয়া যাবে না। কোনো অনিয়ম বা অসঙ্গতি দেখলে সাংগঠনিক ব্যবস্থা নিতে আমরা বাধ্য হবো।”
সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী। এতে আরও উপস্থিত ছিলেন শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, মাধবদী পৌর বিএনপির সভাপতি আমান উল্লাহ আমান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, হাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল কবির ভূঁইয়া এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।



