Logo
Logo
×

সারাদেশ

কুষ্টিয়ায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্যা মাসুদ গ্রেপ্তার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৫, ০৪:৫২ পিএম

কুষ্টিয়ায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্যা মাসুদ গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

কুষ্টিয়া শহরের কালিশংকরপুর সোনার বাংলা সড়ক এলাকার একটি ভাড়া বাসা থেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগী মোল্যা মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) ভোর রাতে সেনাবাহিনী তাদের আটক করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন, তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।  

স্থানীয় সূত্র মতে, সেনাবাহিনী বিকেল ৫টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারের বিস্তারিত জানাবে। তবে এ বিষয়ে কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, "আমরা আটকের খবর শুনেছি, তবে কে, কখন, কোথা থেকে আটক করেছে, সে বিষয়ে নিশ্চিত নই। আমাদের পক্ষ থেকে এ অভিযানে কেউ অংশ নেয়নি।"  

প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করে লেখেন, "কয়েকমাসের নিরলস প্রচেষ্টার পর অবশেষে গ্রেপ্তার হয়েছে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন।"   

২০০১ সালের ২৫ ডিসেম্বর তৎকালীন বিএনপি-জামায়াত সরকার প্রকাশিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় সুব্রত বাইনের নাম ছিল। তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ সক্রিয় রয়েছে। সেই সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছিল। তালিকায় সুব্রত বাইনের সহযোগী মোল্লা মাসুদের নামও অন্তর্ভুক্ত ছিল।    

১৯৯৭ সালে ঢাকার অপরাধজগতে সক্রিয় থাকা সুব্রত বাইন, তানভিরুল ইসলাম জয়, টোকাই সাগর, টিক্কা, সেলিম, চঞ্চল ও মোল্লা মাসুদ মিলে গঠন করেন ভয়ংকর অপরাধচক্র ‘সেভেন স্টার গ্রুপ’। অপরাধমূলক কার্যক্রম চালানোর কারণে এই গ্রুপটি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিল।  

সেনাবাহিনী কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার পর গ্রেপ্তারের বিস্তারিত তথ্য প্রকাশিত হবে বলে ধারণা করা হচ্ছে।  

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন