Logo
Logo
×

সারাদেশ

কক্সবাজার সমুদ্র সৈকতে নারী পর্যটককে উত্যক্তের অভিযোগে পাঁচজনকে আটক

Icon

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ: ২৭ মে ২০২৫, ০৪:৩৯ পিএম

কক্সবাজার সমুদ্র সৈকতে নারী পর্যটককে উত্যক্তের অভিযোগে পাঁচজনকে আটক

ছবি : কক্সবাজার সমুদ্র সৈকতে নারী পর্যটককে উত্যক্তের অভিযোগে পাঁচজনকে আটক

কক্সবাজার সমুদ্র সৈকতে নারী পর্যটককে উত্যক্তের অভিযোগে পাঁচজনকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ।

মঙ্গলবার সকালে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক ( এডিআইজি ) আপেল মাহমুদ।

আটকরা হল, কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকার মো. আবুল কাশেমের ছেলে মো. আরফ ( ২০ ), কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার মান্দারকান্দি চৌরাস্তা এলাকার মো. শরীফ মিয়ার ছেলে মো. জনি মিয়া ( ১৭ ), একই উপজেলার তালদশী এলাকার মো. জীবন মিয়ার ছেলে আমির হামজা ( ১৮ ) ও দক্ষিণ খামা এলাকার মো. শাহজাহানের ছেলে মো. সাকিব ( ১৮ ) এবং চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার মিরহাট এলাকার নুর আলমের ছেলে মো. ওয়ালিদ ( ২৫ )।

আপেল মাহমুদ বলেন, মঙ্গলবার সকালে নারায়নগঞ্জ থেকে আসা তিন তরুণী মিলে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি এলাকার বালিয়াড়িতে ঘুরাঘুরি করছিল। এসময় তাদেরকে অশ্লীল মন্তব্য ও অঙ্গভঙ্গি দেখিয়ে উত্যক্ত করছিল। এক পর্যায়ে তাদের মধ্যে ২/৩ জন গায়ের দেওয়ার চেষ্টা করলে ওই তরুণীরা শোর চিৎকার শুরু করে।

“ এসময় ঘটনাস্থলের আশাপাশে থাকা সেখানে জড়ো হয়ে উত্যক্তকারি ৫ যুবককে ধরে ফেলেন। পরে ধৃত যুবকদের সৈকতে দায়িত্বরত পুলিশ সদস্যদের কাছে তুলে দেন। “

এডিআইজি বলেন, আটকদের যুবকদের বিরুদ্ধে ভূক্তভোগী এক তরুণী বাদী হয়ে ট্যুরিস্ট পুলিশের কাছে লিখিত এজাহার জমা দিয়েছেন। বিকালে পুলিশ আইনগত ব্যবস্থা নিতে এজাহারটি সহ আটক যুবকদের কক্সবাজার সদর থানায় হস্তান্তর করেছে।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান আপেল মাহমুদ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন