Logo
Logo
×

সারাদেশ

মাদক ও চোরাচালান প্রতিরোধে সীমান্তবাসীর সহায়তা চাইল বিজিবি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২৫, ১০:০৯ পিএম

মাদক ও চোরাচালান প্রতিরোধে সীমান্তবাসীর সহায়তা চাইল বিজিবি

ছবি : সংগৃহীত

মিয়ানমার সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান ঠেকাতে স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা চেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে সাধারণ মানুষকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

বুধবার বিকেল সাড়ে ৪টায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার রেজুপাড়া সীমান্ত এলাকায় বিজিবির উদ্যোগে আয়োজিত এক জনসচেতনতামূলক মতবিনিময় সভায় এই আহ্বান জানান কক্সবাজারের ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম খাইরুল আলম।

সভায় তিনি বলেন, “সীমান্তবাসীর সহযোগিতা ছাড়া সীমান্ত রক্ষা করা সম্ভব নয়। আপনারা পাশে থাকায় বিজিবি সফলভাবে দেশ সুরক্ষায় কাজ করে যাচ্ছে। যেকোনো বৈদেশিক হুমকির মুখেও বিজিবি সবসময় প্রথম প্রতিরোধ গড়ে তুলবে।”

তিনি আরও উল্লেখ করেন, “দেশমাতৃকার জন্য প্রয়োজনে বিজিবি প্রথমে বুক পেতে দেবে। সীমান্তে যে কোনো ধরনের অনুপ্রবেশ বা চোরাচালান ঠেকাতে আমরা সর্বাত্মক প্রস্তুত।”

মতবিনিময় শেষে স্থানীয় জনকল্যাণে বিভিন্ন উপহারসামগ্রী বিতরণ করা হয়। ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটিকে অর্থ সহায়তা দেওয়া ছাড়াও ভালুকিয়া বৌদ্ধ বিহার, ফাত্রাঝিরি বৌদ্ধ বিহার, নতুন বৌদ্ধ বিহার ও করিমিয়া দারুল উলুম মাদ্রাসায় খেলার সামগ্রী ও পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়। একইসঙ্গে ফাত্রাঝিরি ও পূর্ব ভালুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েও খেলার সামগ্রী তুলে দেন অধিনায়ক।

স্থানীয়দের উপস্থিতিতে আয়োজিত এই সভা এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি করে এবং সীমান্ত নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়ায়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন