Logo
Logo
×

সারাদেশ

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রূপগঞ্জে ভাতিজার ইটের আঘাতে চাচার মৃত্যু

Icon

রূপগঞ্জ ( নারায়ণগঞ্জ)  প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২৫, ০৭:২১ পিএম

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রূপগঞ্জে ভাতিজার ইটের আঘাতে চাচার মৃত্যু

ছবি : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রূপগঞ্জে ভাতিজার ইটের আঘাতে চাচার মৃত্যু

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভাতিজার দেওয়া ইটের আঘাতে মোঃ কালাম (৩৮) নামের এক চাচার মৃত্যু হয়েছে। গত সোমবার (১৯ মে) সন্ধ্যায় উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার বিকেলে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নিহত মোঃ কালাম উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে। 

নিহতের স্ত্রী ফাতেমা বেগম বলেন, গত সোমবার আমার মেঝো মেয়ে আমার স্বামীর ভাতিজা শাহিন মিয়ার বিস্কুট খেয়ে ফেলে। এতে ক্ষিপ্ত হয়ে নিহত শাহিন অকথ্য ভাষায় গালাগাল করে। এ বিষয়ে জানতে গেলে শাহিন আমার স্বামী মোঃ কালামের সাথে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে শাহিন আমার স্বামী কালামকে ইট দিয়ে মাথায় ও পিঠে আঘাত করে মাথা থেঁতলে দেয়। এসময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে পাশ্ববর্তী লোকজনের সহযোগিতায় উনাকে স্থানীয় প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার বিকেলে তিনি মৃত্যুবরণ করেন। 

পাড়াগাঁও জামে মসজিদের সাধারণ সম্পাদক সেলিম ভুইয়া বলেন, শাহিন বিগত সময়ে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের রাজনীতি করে এলাকায় সাধারণ মানুষের ওপর নির্যাতন চালিয়ে আসছিল। গত সোমবার রাতে সামান্য বিষয় নিয়ে তার চাচা মোঃ কালামকে ইট দিয়ে মাথা থেঁতলে দেয়। পরে পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এর আগেও সে আমাদের এলাকার হানিফকে কুপিয়ে গুরুতর জখম করে। দীর্ঘদিন সে হাসপাতালে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে বাসায় ফিরে। এমন অনেক ঘটনা রয়েছে তার সে এলাকায় মাদক ব্যবসা করে যুব সমাজকে নষ্ট করছে। সে এমন অপকর্ম করেও এলাকায় ফিরে আসে অদৃশ্য ছায়ায় কারণে। পুলিশ ধরে আদালতে প্রেরণ করা  সে সেখান থেকে জামিনে চলে দ্রুত সময়ে এ বিষয়টা খুব দুঃখজনক। অবিলম্বে এই সন্ত্রাসী মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় আনা হউক।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। আসামিকে গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন