Logo
Logo
×

সারাদেশ

কুড়িগ্রামে প্রান্তিক শ্রমজীবিদের জীবন মান উন্নয়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

Icon

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২৫, ০৩:১৭ পিএম

কুড়িগ্রামে প্রান্তিক শ্রমজীবিদের জীবন মান উন্নয়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ছবি : কুড়িগ্রামে প্রান্তিক শ্রমজীবিদের জীবন মান উন্নয়নে অবহিতকরণ সভা

কুড়িগ্রাম প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন প্রকল্পেরর (২য় ফেজ) অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলার বিভিন্ন দপ্তরের পেশা ও শ্রমজীবি মানুষজন এ সেমিনারে অংশ নেন।

বুধবার ২১ মে দুপুরে কুড়িগ্রাম সদরের পৌর শহর সমাজসেবা কার্যালয়ের এ সেমিনার অনুষ্ঠিত হয়। 

এসময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক মুহাঃ হুমায়ূন কবির, ডেপুটি সিভিল সার্জন ডাঃ আ ন ম গোলাম মোহাইমেন, সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ কামরুল হাসান, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, ফজলুল করিম ফারাজী, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা  মনিরুজ্জামান, মোঃ শফিকুল ইসলাম ও মোঃ আবু সুফিয়ান সহ অনান্যরা।

বক্তব্যে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মুহাঃ হুমায়ূন কবির বলেন, সারাদেশের ১৫০টি উপজেলায় একযোগে এ প্রকল্পের কাজ শুরু হয়েছে। কুড়িগ্রাম সদর ও রাজারহাট দু'টি উপজেলায় ১০ ট্রেডে প্রশিক্ষন দেওয়া হবে বলে জানান তিনি। 

লোকজ যন্ত্র কারিগর সুমন চন্দ্র বলেন, আমরা লোকজন যন্ত্র তৈরি ও সংস্কারে অর্থের অভাবে আধুনিকায়নের ব্যবস্থা করতে পারছি না বলে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আশা করি সমাজসেবা পাশে থাকলে পেশাটিকে ধরে রাখাসহ আমাদের জীবন মান উন্নয়নে ব্যাপক সহযোগিতা পাবো বলে জানান তিনি। 

সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু বলেন, জেলার  সাড়ে চারশো চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বতর্মান জেলা প্রশাসক নুুসরাত সুলতানা যে ঐকান্তিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তা প্রসংশনীয়। চরের যুব নারীদের নকশীকাঁথা ও শতরঞ্জিতে অন্তর্ভুক্ত করতে পারলে আত্মকর্মসংস্থানের পাশাপাশি প্রান্তিক নারীদের জীবনমান উন্নয়নে ব্যাপক উপকৃত হবে বলে জানান তিনি। 

সেমিনারে সমাজসেবা অধিদপ্তরে আওতায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে বেকার ও শ্রমজীবি নারী পুরুষের জন্য ১০টি সফট স্কীল ট্রেডে প্রশিক্ষনের ব্যবস্থা, আর্থিক সহযোগিতা প্রদান ও প্রকল্প বাস্তবায়নে জনমত ও পদক্ষেপ গ্রহন করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন