Logo
Logo
×

সারাদেশ

দিনাজপুর-ঠাকুরগাঁও সড়কে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ৪ জন নিহত, আহত ৩

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০২৫, ১১:৫৯ এএম

দিনাজপুর-ঠাকুরগাঁও সড়কে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ৪ জন নিহত, আহত ৩

ছবি : সংগৃহীত

দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে একটি ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। সোমবার (১৯ মে) সকাল ৭টার দিকে ২৮ মাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন—আজগর আলীর ছেলে মো. দেলোয়ার (৪৮), মো. ইমরুল (৪০), জুলফিকার আলী (৪৫) এবং মোহাম্মদ মানিক।  

আহতদের মধ্যে রয়েছেন—আল-মামুন (৪০), আবদুস মান্নান (৩৭) এবং নাহিদ (৩২)। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যে জানা যায়, ঠাকুরগাঁও জেলা হিসাবরক্ষণ অফিসের কয়েকজন কর্মকর্তা ও চালক রংপুরে একটি কনফারেন্সে যাচ্ছিলেন। সকাল ৭টার দিকে ২৮ মাইল এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে তাদের বহনকারী মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।  

দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়, আর হাসপাতালে নেওয়ার পর আরও দুইজন মারা যান।  

ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার মো. রাকিবুল ইসলাম চয়ন জানিয়েছেন, এ পর্যন্ত চারজন মারা গেছেন এবং আহত তিনজন চিকিৎসাধীন রয়েছেন।  

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন