বগুড়ায় দুই শিশুকে নুডলসের লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮ মে ২০২৫, ১০:১৭ পিএম
ছবি : সংগৃহীত
বগুড়ার শিবগঞ্জে নুডলস কিনে দেওয়ার লোভ দেখিয়ে দুই শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা করেছে এক ব্যক্তি। শুক্রবার (১৬ মে) সকাল ৯টার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের গনেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার রাতে (১৭ মে) অভিযুক্ত আছামদ্দিন (৫৫) এর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন এক শিশুর মা।
পুলিশ জানায়, গনেশপুর গ্রামের ওই দুই শিশু—একজনের বয়স ৭ ও অপরজনের বয়স ৫ বছর, তারা মামাতো বোন। শুক্রবার সকালে তারা বাড়ির পাশে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলছিল। এ সময় একই গ্রামের মৃত মালি আকবর হোসেনের ছেলে আছামদ্দিন নুডলস কিনে দেওয়ার কথা বলে ফুসলিয়ে তাদের পার্শ্ববর্তী কলাবাগানে নিয়ে যায়। সেখানেই সে দুই শিশুর প্রতি ধর্ষণের চেষ্টা চালায়।
ঘটনার সময় শিশুরা চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে আসে। তখন আছামদ্দিন কৌশলে পালিয়ে যায়।
শিশুটির মা বাদী হয়ে শনিবার রাতে শিবগঞ্জ থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। পুলিশ ভিকটিমদের উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
সরেজমিনে গিয়ে গ্রামবাসীদের কয়েকজন জানান, এর আগেও আছামদ্দিনের বিরুদ্ধে এমন ঘটনায় দু’বার গ্রাম্য সালিশ হয়েছে। কিন্তু কেউ ভয়ে থানায় অভিযোগ না করায় তার সাহস বেড়ে যায়।
এ বিষয়ে শিবগঞ্জ থানার এসআই ব্রজেন চন্দ্র মাহাত বলেন, “ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা গ্রহণ করা হয়েছে। দুই শিশুর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।”



