Logo
Logo
×

সারাদেশ

উন্নত দেশ গড়তে প্রয়োজন সবার দেশপ্রেম : কুড়িগ্রামের ডিসি নুসরাত সুলতানা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ মে ২০২৫, ১০:৪০ পিএম

উন্নত দেশ গড়তে প্রয়োজন সবার দেশপ্রেম : কুড়িগ্রামের ডিসি নুসরাত সুলতানা

কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা

চামড়া শিল্প বাংলাদেশের অর্থনীতিতে সম্ভাবনাময় একটি খাত হলেও সঠিকভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনার অভাবে প্রতিবছর বিপুল পরিমাণ চামড়া পার্শ্ববর্তী দেশে পাচার হয়ে যাচ্ছে। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, “চামড়া শিল্পের টেকসই উন্নয়নের জন্য আমাদের ব্যবসায়ীদের সচেতন এবং দক্ষ হতে হবে। আমরা চাই, কুড়িগ্রামের উদ্যোক্তারা চামড়া সংরক্ষণে দক্ষতা অর্জন করে স্বনির্ভর হোক এবং দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণে ভূমিকা রাখুক। আর এই লক্ষ্য অর্জনে প্রথম শর্ত—দেশপ্রেম।”

তিনি বলেন, “একটি উন্নত ও স্বনির্ভর রাষ্ট্র গঠনের জন্য প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ও দেশপ্রেমিক হতে হবে।”

শনিবার (১৭ মে) দুপুর ৩টায় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে কুরবানির পশুর চামড়া সংরক্ষণ এবং লবণ সরবরাহ সংক্রান্ত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান, জেলা ট্রেনিং অফিসার ডা. মো. আব্দুল জলিল, দৈনিক কালবেলা ও ইংরেজি দৈনিক এশিয়ান এজ-এর বিভাগীয় প্রধান সিনিয়র সাংবাদিক সাঈয়েদ আহমেদ বাবু, প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি রাশিদুল ইসলাম রাশেদ এবং সাংবাদিক আব্দুল্লাহ আল মুজাহিদ।

সভায় উপস্থিত ছিলেন দৈনিক সমকালের কুড়িগ্রাম প্রতিনিধি সুজন মোহন্ত, দেশ টিভির প্রতিনিধি জুয়েল রানা, নাগরিক টিভির প্রতিনিধি ফজলুল করিম ফারাজি এবং বিশিষ্ট ব্যবসায়ী শহিদুল ইসলামসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

জেলা প্রশাসক বলেন, “আমরা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত। তবে সফলতা আসবে তখনই, যখন সবাই মিলে আন্তরিকতা ও দেশপ্রেম নিয়ে কাজ করবে।”

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “চামড়া শিল্পের সঠিক ব্যবস্থাপনা ও আধুনিকীকরণ কুড়িগ্রামের অর্থনীতিকে আরও শক্ত ভিত্তিতে দাঁড় করাবে।”

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন