ছবি : সংগৃহীত
বগুড়ার সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের তেলিহারা গ্রামে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত যুবকের নাম সাদিকুর রহমান (২৩)। তিনি তেলিহারা গ্রামের মিষ্টার প্রামানিকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন।
ওসি জানান, একটি চুরি হওয়া মোবাইল ফোন শনাক্ত করতে প্রযুক্তির সহায়তায় সাদিকুর রহমানের অবস্থান চিহ্নিত করা হয়। এরপর তার বাড়িতে অভিযান চালিয়ে একটি চাপাতি, একটি বার্মিজ চাকু, একটি হাসুয়া ও একটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, “অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।”



