বগুড়ায় সরকারি পাঠ্যবই বিক্রির অভিযোগে দুজন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪ মে ২০২৫, ১১:১৪ পিএম
ছবি : সংগৃহীত
বগুড়ার ধুনট উপজেলায় শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে বিতরণের জন্য বরাদ্দকৃত সরকারি পাঠ্যবই বিক্রির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি অটোভ্যানসহ প্রায় ৮০০ অব্যবহৃত বই জব্দ করা হয়।
বুধবার বিকেল চারটার দিকে ধুনট শহরের কাঁচা বাজার সড়কে একটি পুস্তক ব্যবসায়ীর গুদামে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের ইসমাইল হোসেন মণ্ডলের ছেলে শফিকুল ইসলাম (৩৫) এবং ধুনট অফিসার পাড়ার মোজাম্মেল হকের ছেলে মইনুল ইসলাম ওরফে মুঞ্জুরুল (৩২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম অটোভ্যানে করে ২০২৫ শিক্ষাবর্ষের অব্যবহৃত সরকারি পাঠ্যবই পুস্তক ব্যবসায়ী মইনুল ইসলামের কাছে বিক্রির জন্য নিয়ে যান। তৃতীয় শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত বিভিন্ন শ্রেণির প্রায় ৮০০ বই ছিল ওই ভ্যানে। বইগুলো গুদামে নামানোর সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার পুলিশকে খবর দেন।
খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান ও ধুনট থানার উপপরিদর্শক (এসআই) নয়ন কুমার ঘটনাস্থলে গিয়ে বইসহ দুজনকে আটক করেন।
ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান বলেন, ‘প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা করতে বলা হয়েছে।’
ধুনট থানার এসআই নয়ন কুমার বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।



