Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ মে ২০২৫, ১১:০৮ পিএম

বগুড়ায় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

ছবি : সংগৃহীত

বগুড়া সদর উপজেলার গোকুল তমিরুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আবু বক্কর সিদ্দিকের শাস্তির দাবিতে বুধবার সকাল থেকে ঢাকা–রংপুর মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ প্রদর্শন করে।

বিদ্যালয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের মতে, অভিযুক্ত শিক্ষক দীর্ঘদিন ধরে কোচিংয়ের কথা বলে ছাত্রীদের নিজের বাসায় নিয়ে অশালীন আচরণ করে আসছেন। বিদ্যালয়েও একাধিকবার ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণ করতে দেখা গেছে। শিক্ষার্থীদের অভিযোগ, এসব বিষয়ে অভিযোগ জানানো হলেও বিদ্যালয় কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেয়নি। বরং তদন্ত কমিটি ঘটনাগুলো আড়াল করার চেষ্টা করে।

বিক্ষুব্ধ এক শিক্ষার্থী বলেন, “আমরা নিরাপদ শিক্ষাঙ্গন চাই। ওই শিক্ষক থাকলে আমরা স্কুলে ফিরে যাব না।”

এক ঘণ্টারও বেশি সময় ধরে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহমুদ মোরশেদ, একাডেমিক সুপারভাইজার জিয়াউর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

এদিকে অভিযুক্ত শিক্ষক আবু বক্কর সিদ্দিকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

অভিভাবকরাও ঘটনার নিন্দা জানিয়ে বলেন, এটি শিক্ষাঙ্গনের জন্য চরম লজ্জার। তারা নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা পরে অবরোধ তুলে নেয় এবং পুলিশের সহায়তায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা বলেন, “ছাত্রীদের অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আগামী ১৫ দিনের মধ্যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন