শাহবাগ ও যমুনার কিছু স্লোগান আমাদের মর্মাহত করেছে : এ্যানি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩ মে ২০২৫, ০১:১৯ এএম
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানিয়েছেন, শাহবাগ ও যমুনা এলাকায় কিছু স্লোগান শোনা গেছে, যা বিএনপির নেতা-কর্মীদের হৃদয়ে আঘাত হেনেছে এবং কষ্ট দিয়েছে। তিনি বলেন, "অল্প কিছু মানুষের কিছু বক্তব্য আমাদের অনুভূতিতে দাগ কেটেছে।"
সোমবার (১২ মে) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের রাজিবপুর ইসলামিয়া দাখিল মাদরাসায় আয়োজিত ওয়ার্ড বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, "শাহবাগ কিংবা যমুনায় নিয়মতান্ত্রিকভাবে প্রতিবাদ করা যেত। কিন্তু সেখানে জাতীয় সংগীত গাওয়ার সময় কেউ বাধা দিলে, বিএনপিকে উদ্দেশ করে 'ভুয়া ভুয়া' ধ্বনি উঠলে কিংবা কেউ যদি বলেন ‘গোলাম আযমের বাংলা’—এসব শব্দ আমাদের ভাবায়, ব্যথিত করে।"
তিনি আরও বলেন, "গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আমাদের সংগ্রাম চলছে। এই দেশের মানুষ একটি গণতান্ত্রিক ও প্রতিনিধিত্বশীল সরকার চায়। বিএনপি সবসময় জনগণের অধিকার ও ভোটের স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছে। আমাদের অতীতে কোনো স্বৈরাচার বা কর্তৃত্ববাদ ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না।"
ভবিষ্যতের রাজনৈতিক পথচলার দিক নির্দেশনা দিয়ে তিনি বলেন, "আগামী দিনগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমাদেরকে আরও অনেক ত্যাগ স্বীকার করতে হতে পারে, তবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। দেশের কল্যাণে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।"
তিনি প্রশ্ন তুলে বলেন, "শাহবাগে যেসব স্লোগান দেওয়া হলো, সেগুলোর পেছনে উদ্দেশ্য কী? তারা কী বার্তা দিতে চায়? এখনই সময় বিচার-বিশ্লেষণের—কে দেশের প্রতি কতটা দায়বদ্ধ। আশা করি, সংশ্লিষ্টদের শুভবুদ্ধির উদয় হবে।"
এ সভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, এমরান হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



