Logo
Logo
×

সারাদেশ

৪ চিকিৎসকে চলছে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২৫, ০২:৪৬ পিএম

৪ চিকিৎসকে চলছে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

নওগাঁর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

চরম জনবল সংকটে নওগাঁ জেলার সবচেয়ে জনবহুল উপজেলা মান্দার ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ২৪ জন চিকিৎসকের পদের বিপরীতে মাত্র ৪ জন চিকিৎসক দিয়ে কোনোভাবে চালানো হচ্ছে স্বাস্থ্যসেবা। ফলে প্রতিদিন চিকিৎসা নিতে আসা শত শত মানুষ প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ২৪টি শূন্য পদের মধ্যে ১০টি বিশেষজ্ঞ চিকিৎসকের, আর ১০টি স্বাস্থ্য কর্মকর্তার। চিকিৎসক সংকট সামাল দিতে কিছু উপস্বাস্থ্যকেন্দ্র থেকে ৭ জন স্বাস্থ্য সহকারীকে প্রেষণে আনা হয়েছে। কিন্তু তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

এ অবস্থায় প্রায় এক বছর ধরে বন্ধ পড়ে আছে হাসপাতালের দুটি অ্যাম্বুলেন্স, কারণ নেই চালক ও জ্বালানির বরাদ্দ। গ্যারেজে তালাবদ্ধ অবস্থায় দীর্ঘদিন ধরে পড়ে থাকা অ্যাম্বুলেন্স দুটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে।

আরএমও তাসনিম হোসাইন আরিফ জানান, “চালকের অবসরের পর থেকে একাধিকবার উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে চালক নিয়োগ ও তেলের বরাদ্দের জন্য, কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি।”

মান্দা উপজেলার ১৪টি ইউনিয়নের ৫ লাখের বেশি মানুষের জন্য এই একটি মাত্র হাসপাতাল। এখানে প্রতিদিন গড়ে ৪০০-৪৫০ জন রোগী বহির্বিভাগে এবং ১৩০-১৪০ জন জরুরি ও অন্তর্বিভাগে চিকিৎসা নিতে আসেন। কিন্তু চিকিৎসকের অভাবে রোগীরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও চিকিৎসা পাচ্ছেন না। অনেককে সেবা না নিয়েই ফিরে যেতে হচ্ছে, আবার জটিল রোগীরা রাজশাহী মেডিকেল কলেজ বা নওগাঁ জেনারেল হাসপাতালে যেতে বাধ্য হচ্ছেন।

অ্যাম্বুলেন্স না থাকায় ব্যয় বাড়ছে রোগীদের। সতীহাটের বাসিন্দা মাহবুবুজ্জামান সেতু বলেন, “সরকারি অ্যাম্বুলেন্স থাকলে যেখানে দেড় হাজার টাকা লাগত, সেখানে এখন প্রাইভেট অ্যাম্বুলেন্সে ৪-৫ হাজার টাকা গুনতে হচ্ছে। এটি অত্যন্ত দুঃখজনক।”

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনোয়ারুল ইসলাম বলেন, “মাত্র চারজন চিকিৎসক দিয়ে জরুরি ও অন্তর্বিভাগ সামাল দেওয়া যাচ্ছে। চতুর্থ শ্রেণির কর্মচারীরও সংকট রয়েছে। জনবল বাড়ানোর জন্য চিঠি দেওয়া হয়েছে।”

নওগাঁর ডেপুটি সিভিল সার্জন মুনীর আলী আকন্দ জানান, “জেলার অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও একই ধরনের সংকট রয়েছে। বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।”

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন