Logo
Logo
×

সারাদেশ

ধর্ষণ মামলা তুলে নিতে হুমকি: সাবেক এমপি আবুল হোসেন খানের বিরুদ্ধে অভিযোগ

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ১০ মে ২০২৫, ০২:৫৫ পিএম

ধর্ষণ মামলা তুলে নিতে হুমকি: সাবেক এমপি আবুল হোসেন খানের বিরুদ্ধে অভিযোগ

ধর্ষণ মামলা তুলে নিতে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বরিশাল-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানের বিরুদ্ধে। ভুক্তভোগী নারী শনিবার (১০ মে) দুপুর ১২টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, বরিশালের একটি ট্রেনিং ইনস্টিটিউট থেকে নার্সিং কোর্স শেষ করার পর তিনি বাকেরগঞ্জ পৌরসভায় মায়ের ও ছোট ভাইয়ের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করছিলেন। একই এলাকায় বসবাসের সুযোগে বাকেরগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. রুহুল আমিন বিয়ের প্রলোভনে তাকে একাধিকবার ধর্ষণ করেন। এ ঘটনায় গত ২২ জানুয়ারি বাকেরগঞ্জ থানায় ধর্ষণ মামলা (নং-জিআর-২৩/২৫) দায়ের করেন তিনি।

ভুক্তভোগীর অভিযোগ, মামলার তিন মাস পার হলেও তদন্ত কর্মকর্তা এসআই তোফাজ্জল হোসেন আসামিকে গ্রেপ্তার না করে বরং তার পক্ষাবলম্বন করছেন। তিনি আরও জানান, গত ৭ মে রাতে সাবেক এমপি আবুল হোসেন খান স্থানীয় দুই যুবদল নেতার মাধ্যমে তাকে ও তার মাকে নিজের বাসভবনে ডেকে নেন, যেখানে উপস্থিত ছিলেন থানার নবাগত ওসি আবুল কালাম আজাদ এবং মামলার তদন্ত কর্মকর্তা তোফাজ্জল। সেখানেই সাবেক এমপি মামলাটি তুলে নিতে বলেন এবং হুমকি দেন যে, পরদিন সকালেই মামলাটি ফাইনাল রিপোর্ট দেওয়া হবে, এমনকি টুএলেভেন আইনে গ্রেপ্তার করা হতে পারে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এর আগেও পৌর বিএনপির নেতারা বাসায় গিয়ে মামলাটি তুলে নিতে চাপ দেন এবং হুমকি দেন, ফলে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। ভিকটিম বলেন, যদি আইনানুগ ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে তিনি শহীদ জসিম উদ্দিনের কন্যা লামিয়ার মতো আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হবেন।

সংবাদ সম্মেলনের শেষাংশে তিনি পুলিশের আইজিপি, বরিশালের ডিআইজি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মামলার নিরপেক্ষ তদন্ত, এসআই তোফাজ্জলকে প্রত্যাহার এবং সাবেক এমপির হুমকির হাত থেকে পরিবারকে রক্ষা করার আহ্বান জানান।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন