Logo
Logo
×

সারাদেশ

সাভারে পুলিশের গুলিতে শিক্ষার্থী নিহত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৪, ০৪:৪৯ পিএম

সাভারে পুলিশের গুলিতে শিক্ষার্থী নিহত

ছবি : সংগৃহীত

চলমান কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে ইয়ামিন নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ৩৫ জন। বর্তমানে সাভারের ঢাকা আরিচা মহাসড়ক দখলে রেখে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার ( ১৮ জুলাই) দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারে পুলিশের গুলিতে আন্দোলনরত এক শিক্ষার্থী মারা যাওয়ার বিষয় নিশ্চিত করেছেন এনাম মেডিকেল কলেজের ডিউটি ম্যানেজার ইউসুফ। 

নিহত যুবকের নাম ইয়ামিন। তিনি মিলিটারি ইনস্টিটিউট অফ সাইন্স টেকনলজি ছাত্র বলে প্রাথমিকভাবে জানা যায়। তবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

দুপুর থেকে সাভারের পাকিজা গেট এলাকায় অবরোধ করে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। এ সময় ছাত্রলীগ-যুবলীগ শিক্ষার্থীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও যোগ দেয়। সেসময় পুলিশের গুলিতে আহত হয় ইয়ামিন। পরে গুলিবিদ্ধ ইয়ামিনকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বর্তমানে সাভার বাসস্ট্যান্ড দখল করে আন্দোলন করছে শিক্ষার্থীরা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন