Logo
Logo
×

সারাদেশ

কমপ্লিট শাটডাউন

পুলিশের ধাওয়ায় লেকে ঝাঁপ, এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৪, ০৪:৩৭ পিএম

পুলিশের ধাওয়ায় লেকে ঝাঁপ, এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত

মাদারীপুর শহরে পুলিশের ধাওয়ায় লেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ দুজনের মধ্যে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ১টার দিকে শহরের শকুনি লেক থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল শিক্ষার্থী দিপ্ত দের মরদেহ উদ্ধার করে। নিখোঁজ আরেকজনকে উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান চলছে।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে কোটা আন্দোলনকারীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলার সময় পুলিশের ধাওয়ায় লেকের পানিতে ডুবে ওই দুই শিক্ষার্থী নিখোঁজ হন।

মৃত দিপ্ত শহরের মাস্টার কলোনি এলাকার স্বপন দের ছেলে। তিনি মাদারীপুর সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে আজ সারা দেশে কমপ্লিট শাটডাউনের ডাক দিয়েছে আন্দোলনকারীরা। এর আগে মঙ্গলবার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হয়।

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. আহাদুল ইসলাম বলেন, ‘দুই শিক্ষার্থী নিখোঁজের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন। পরে একজনের মরদেহ উদ্ধার করা হয়।’

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান জানান, পরিস্থিতি মোকাবিলায় শহরের গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেছে আন্দোলনকারীরা। এ সময় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন