কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে আলোচিত সেই জমিতে দুদকের অভিযান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫ মে ২০২৫, ১১:৪৬ পিএম
ছবি : সংগৃহীত
কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনের প্রবেশমুখে সুগন্ধা পয়েন্টে শত কোটি টাকা মূল্যের সরকারি জমি দখল ও জালিয়াতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার দুপুরে দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক অনিক বড়ুয়া বাবুর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান শেষে অনিক বড়ুয়া জানান, সরকারি খাসজমি দখল করে দীর্ঘদিন ধরে শতাধিক দোকানঘর নির্মাণ করা হয়েছে এবং ভুয়া দলিলের মাধ্যমে ওই জমি ভাড়া দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র। প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, এই জমি ঘিরে সম্প্রতি বেশ কয়েকটি জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়, যা প্রশাসন এবং সচেতন মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এদিকে জমির মালিকানা দাবি করে পাল্টা বক্তব্য দিয়েছেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও বীর মুক্তিযোদ্ধা সচ্চিদা নন্দ সেন গুপ্ত। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি দাবি করেন, তার পিতা নৃপেন্দ্র মোহন সেন গুপ্ত ১৯৩৮ সালে এই জমি ক্রয় করেন। ১৯৬৩-৬৪ সালে সরকারের পক্ষ থেকে আংশিক জমি অধিগ্রহণ করা হলেও অবশিষ্ট অংশ পরিবারটির দখলে ছিল এবং ১৯৯১ সালে তার নামে জমির নামজারি হয়। এরপর থেকে নিয়মিত খাজনা পরিশোধ করে আসছেন বলেও তিনি উল্লেখ করেন।
সেন গুপ্ত অভিযোগ করেন, একটি প্রভাবশালী মহল জাল দলিল তৈরি করে তার সম্পত্তি দখলের চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে তিনি এরইমধ্যে দুর্নীতি দমন কমিশন এবং কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে লিখিত অভিযোগ করেছেন এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
এ বিষয়ে দুদকের কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান জানান, আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হয়েছে এবং ইতোমধ্যে দুজন কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।



