Logo
Logo
×

সারাদেশ

মাওলানা রইস উদ্দিন হত্যার প্রতিবাদে চট্টগ্রামজুড়ে সড়ক অবরোধ

Icon

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০৫ মে ২০২৫, ১২:১০ পিএম

মাওলানা রইস উদ্দিন হত্যার প্রতিবাদে চট্টগ্রামজুড়ে সড়ক অবরোধ

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সদস্য ও ঢাকা নগরের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন হত্যার প্রতিবাদে চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আহলে সুন্নাত ওয়াল জামাআত। সোমবার (৫ মে) দিনভর এসব কর্মসূচিতে অংশ নেন সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকালে নগরীর মুরাদপুর, ২ নম্বর গেট, বহদ্দারহাট, একে খান এবং সল্টঘোলা ক্রসিং এলাকায় সড়ক অবরোধ করা হয়। সল্টঘোলা এলাকায় পুলিশ বাধা দিতে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে বাকবিতণ্ডা হয়।

শহরের বাইরেও হাটহাজারী, আনোয়ারা, বাঁশখালী, চন্দনাইশ এবং পটিয়া বাইপাস এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন অংশে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান তারা।

বিক্ষোভকারীরা বলেন, "আলেম হত্যার প্রতিবাদে এবার নরম প্রতিবাদ নয়, খুনিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসি চাই। নইলে দেশের প্রতিটি সড়ক বন্ধ করে দেওয়া হবে।" তারা আরও অভিযোগ করেন, "এই হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত ও রাষ্ট্রীয় প্রশ্রয়ে ঘটেছে। বিচার না হলে জনগণের আদালতেই রায় হবে।"

এর আগে শনিবার (৩ মে) এক সমাবেশে সংগঠনের চেয়ারম্যান আল্লামা কাজী মঈনউদ্দিন আশরাফী ৫ মে সারাদেশে অবরোধ কর্মসূচির ঘোষণা দেন।

অবরোধের কারণে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও রোগীদের চরম ভোগান্তি পোহাতে হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন