Logo
Logo
×

সারাদেশ

চাকরির প্রলোভনে অর্থ আত্মসাৎ, বগুড়ায় প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২৫, ০২:২২ পিএম

চাকরির প্রলোভনে অর্থ আত্মসাৎ, বগুড়ায় প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

চাকরির প্রলোভনে অর্থ আত্মসাৎ, বগুড়ায় প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

বিভিন্ন নিরাপত্তা বাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছিল একটি প্রতারক চক্র। গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী বগুড়ায় অভিযান চালিয়ে চক্রটির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে।

শনিবার (৩ মে) দিবাগত রাতে শহরের টিনপট্টি ও শাকপালা এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে প্রতারণার গুরুত্বপূর্ণ আলামতও উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন—শহরের শাকপালা এলাকার তাহের আলী রঞ্জু (৪০) এবং বায়েজিদ মিয়া (৩৮)। এ সময় সেনাবাহিনীতে চাকরি প্রত্যাশী শিবগঞ্জের মোকামতলা এলাকার সাকিব মিয়াকে (১৮) উদ্ধার করা হয়।

সেনা সূত্র জানায়, প্রথমে টিনপট্টি এলাকার একটি বহুতল ভবনের ফ্ল্যাটে অভিযান চালিয়ে চাকরি প্রত্যাশী সাকিবকে উদ্ধার এবং বায়েজিদকে হাতেনাতে আটক করা হয়। তার দেওয়া তথ্যে পরে শাকপালার নিজ বাসা থেকে চক্রের অন্যতম হোতা তাহের আলী রঞ্জুকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে সাতজন চাকরি প্রত্যাশীর আসল এইচএসসি সনদ, চারটি ব্যাংক চেক এবং ১৪টি স্বাক্ষরকৃত ফাঁকা স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন জানে আলম সাদিফ বলেন, “এই চক্রটি চাকরি প্রত্যাশীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করত। কেউ যোগ্যতা অনুযায়ী চাকরি পেলেও, সেটিকে নিজেদের কৃতিত্ব দাবি করে অর্থ আদায় করত।”

তিনি আরও জানান, সম্প্রতি পুলিশ কনস্টেবল এবং সেনাবাহিনীর সৈনিক নিয়োগে অন্তত পাঁচজন চাকরি প্রত্যাশী এই চক্রের প্রতারণার শিকার হন। তবে তারা কেউই পরীক্ষায় উত্তীর্ণ হননি।

গ্রেপ্তারদের বগুড়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। থানার ওসি এস এম মঈনুদ্দীন জানান, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন