Logo
Logo
×

সারাদেশ

ধান কাটার সময় বজ্রপাতে প্রাণ গেল দিনমজুরের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ মে ২০২৫, ১২:৫৮ এএম

ধান কাটার সময় বজ্রপাতে প্রাণ গেল দিনমজুরের

ছবি : সংগৃহীত

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ধান কাটার কাজ করার সময় বজ্রপাতে প্রাণ হারিয়েছেন মোহাম্মদ বেলাল হোসেন (৫০) নামের এক দিনমজুর।

শনিবার (৩ মে) বিকেলে উপজেলার মহামায়া ইউনিয়নের পশ্চিম দেবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত বেলাল হোসেন লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরবসু বাদামতলী এলাকার বাসিন্দা; তিনি মৃত মোহাম্মদ উল্লাহর ছেলে।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, বেলাল হোসেন কিছুদিন ধরে ছাগলনাইয়া ও আশপাশের গ্রামে ধান কাটার মৌসুমি শ্রমিক হিসেবে কাজ করছিলেন। ওই দিন বিকেলে পশ্চিম দেবপুর গ্রামের মোহাম্মদ করিম হোসেনের জমিতে ধান কাটছিলেন তিনি। হঠাৎ করেই আকাশে মেঘ জমে বৃষ্টি শুরু হয়। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি পড়ে যান।

স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ছাগলনাইয়া থানার ওসি নজরুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে জানান তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন