রাখাইনে করিডোর প্রদানের কোনো যৌক্তিকতা নেই: ফরহাদ মজহার
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ০২ মে ২০২৫, ০৩:৩০ পিএম
ছবি : বগুড়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেছেন, রাখাইনে কথিত মানবিক করিডোর প্রদানের কোনো যৌক্তিকতা নেই। এতে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে এবং দেশকে আরেকটি প্রক্সি যুদ্ধে জড়ানোর আশঙ্কা রয়েছে।
শুক্রবার (২ মে) দুপুরে বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, “আমার ধারণা, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সিওয়ারে জড়াতে চাইছে। আমি চাই না বাংলাদেশের সেনাবাহিনী এ ধরনের কোনো প্রক্সি যুদ্ধে জড়িয়ে পড়ুক।”
অন্তবর্তীকালীন সরকারের উদ্দেশে ফরহাদ মজহার বলেন, “আপনারা যদি মনে করেন রাখাইনের বিষয়টি গুরুত্বপূর্ণ, তবে বুঝতে হবে, এতে আমাদের সেনাবাহিনীকে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। তাই এ বিষয়ে সতর্ক থাকা জরুরি।”
তিনি আরও বলেন, “এই সরকারকে নির্বাচনের জন্য যে ধরনের চাপ দেওয়া হচ্ছে, তাতে তাদের পক্ষে টিকে থাকা সম্ভব নয়। সরকারকে উৎখাত করতেই নির্বাচনের দাবি জোরালো করা হচ্ছে।”
ফরহাদ মজহার সংস্কার কমিশন গঠনের সমালোচনা করে বলেন, “আমরা আশা করেছিলাম গণঅভ্যুত্থানের পর গঠিত সরকার জনগণের কাছাকাছি যাবে। কিন্তু তারা সেটা করেনি। বরং উপর থেকে কমিশন বসিয়ে ঢাকায় বসেই আলোচনা করেছে। জনগণকে না ডেকে, তাদের মতামত না শুনে নতুন বাংলাদেশ গঠন সম্ভব নয়।”
তিনি বলেন, “নতুন বাংলাদেশ গড়তে হলে আগে গণপরিষদ নির্বাচন প্রয়োজন। যারা আইন বোঝেন, রাজনীতি বোঝেন কিন্তু দলীয় স্বার্থে নন—তাদেরকে গণপরিষদে পাঠাতে হবে। সেখানে খসড়া গঠনতন্ত্র নিয়ে তর্ক-বিতর্ক হবে, এরপর গণভোটের মাধ্যমে জনগণের সম্মতিতে নতুন গঠনতন্ত্র চূড়ান্ত হবে। সেই গঠনতন্ত্র অনুযায়ী হবে সংসদ নির্বাচন।”
মতবিনিময় সভায় বগুড়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সংবাকর্মীরা উপস্থিত ছিলেন।



