Logo
Logo
×

সারাদেশ

লালমনিরহাটে বুড়িমারী এক্সপ্রেস চালুর দাবিতে সড়ক অবরোধ

Icon

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১২:৫৭ পিএম

লালমনিরহাটে বুড়িমারী এক্সপ্রেস চালুর দাবিতে সড়ক অবরোধ

ছবি : সংগৃহীত

সরাসরি বুড়িমারী থেকে ‘বুড়িমারী এক্সপ্রেস’ ট্রেন চালুর দাবিতে উত্তাল হয়ে উঠেছে লালমনিরহাট। সোমবার (২৮ এপ্রিল) সকাল থেকে হাতীবান্ধা মেডিকেল মোড়ে মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে স্থানীয়রা সড়ক অবরোধ শুরু করেন। এর ফলে দূরপাল্লার বাস ও ট্রাকসহ সব ধরনের ভারী যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে, তবে ছোট যানবাহন চলাচল আংশিক চালু রয়েছে।

অবরোধকারীরা ঘোষণা দিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এই অবরোধ কর্মসূচি চলবে। তাদের স্পষ্ট দাবি, বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকেই সরাসরি ঢাকা রুটে ‘বুড়িমারী এক্সপ্রেস’ ট্রেনের চলাচল নিশ্চিত করতে হবে।

এর আগে গত ২১ এপ্রিল থেকে একই দাবিতে হাতীবান্ধা-পাটগ্রাম সড়ক ও রেলপথ অবরোধ করে রেখেছেন স্থানীয়রা। ফলে লালমনিরহাট-বুড়িমারী রুটের চারটি উপজেলার মধ্যে ট্রেন চলাচল বিগত আট দিন ধরে পুরোপুরি বন্ধ রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, গত বছরের ১২ মার্চ ‘বুড়িমারী এক্সপ্রেস’ আন্তঃনগর ট্রেন আনুষ্ঠানিক যাত্রা শুরু করলেও এখনও পর্যন্ত ট্রেনটি সরাসরি বুড়িমারী স্টেশন থেকে ঢাকায় যায়নি। এতে পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার মানুষ চরম ভোগান্তির মুখে পড়েছেন।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, ট্রেনের নাম ‘বুড়িমারী এক্সপ্রেস’ হলেও এটি বুড়িমারী স্টেশন থেকে চলাচল না করায় জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। তারা অবিলম্বে সরাসরি ঢাকা রুটে ট্রেন চালুর দাবি জানিয়ে হুঁশিয়ারি দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চলবে।

আজকের অবরোধ কর্মসূচিতে বক্তব্য দেন স্থানীয় বিএনপি নেতা সায়েদুজ্জামান কোয়েল, আব্দুর রাজ্জাক সবুজ, সাংবাদিক ফারুক হোসেন নিশাত, ফিরোজ হোসেন, শামসুল আলম বুলেট এবং হাতীবান্ধা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তারা সরকারের প্রতি জনগণের ন্যায্য দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানান।

অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে অসংখ্য দূরপাল্লার বাস ও ট্রাক আটকা পড়েছে, যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে, তবে অবরোধকারীরা তাদের দাবিতে অনড় অবস্থান বজায় রেখেছেন। এখন দেখার বিষয়, স্থানীয়দের এই আন্দোলন কত দূর এগোয় এবং কবে নাগাদ তাদের দাবি পূরণ হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন