Logo
Logo
×

সারাদেশ

নরসিংদীতে চুরি হওয়া বৈদ্যুতিক তার যুবদল নেতার বাড়ি থেকে উদ্ধার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১২:২৯ এএম

নরসিংদীতে চুরি হওয়া বৈদ্যুতিক তার যুবদল নেতার বাড়ি থেকে উদ্ধার

ছবি : সংগৃহীত

নরসিংদী সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বদরপুর গ্রামে এক যুবদল নেতার বাড়ি থেকে চুরি হওয়া বৈদ্যুতিক সঞ্চালন লাইনের তার উদ্ধার করেছে নরসিংদী পল্লী বিদ্যুৎ-২।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে পল্লী বিদ্যুৎ-২ এর এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রায় ১০৫ মিটার ৩৩ কেভি লাইনের তার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত তারের বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা।

যার বাড়ি থেকে এসব তার উদ্ধার করা হয়েছে, তিনি হাজীপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও যুবদল নেতা মো. ইমান হোসেন। তিনি একই ইউনিয়নের যুবদলের সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।

স্থানীয় সূত্র ও পল্লী বিদ্যুৎ বিভাগ জানায়, বুধবার (২৩ এপ্রিল) রাতে বদরপুর এলাকায় বৈদ্যুতিক সঞ্চালন লাইনের একটি নির্জীব অংশ থেকে তার চুরি হয়। ঘটনার পর স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে ইমান হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে চুরি হওয়া তারগুলো উদ্ধার করা হয়। উল্লেখ্য, তারগুলো বিদ্যুৎ সংযোগহীন লাইন থেকে চুরি করা হয়েছিল।

এই বিষয়ে ইমান হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোনে একাধিকবার কল দিয়েও তাকে পাওয়া যায়নি।

পল্লী বিদ্যুৎ-২ এর এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর মো. রফিকুল ইসলাম বলেন, "স্থানীয়দের মাধ্যমে চুরি হওয়া তারের খবর পেয়ে অভিযান পরিচালনা করি এবং সংশ্লিষ্ট বাড়ি থেকে তা উদ্ধার করি। এখন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

অভিযান চলাকালে পুলিশ সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পল্লী বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন